ভারতে লঞ্চ হয়ে গেল শাওমি কোম্পানির রেডমি ইয়ারবুড্স এস (Redmi Earbuds S) ।
আপাতত এটা এখন একটাই কালার (ব্ল্যাক) এ উপলব্ধ আছে বাজারে এবং চার্জিং করার জন্য আমাদের মোবাইলের মাইক্রো ইউএসবি পোর্ট সাপোর্ট করছে ।
আমাদের ভারতের মার্কেটে এর মূল্য - ১,৭৯৯ টাকা , যদিও চায়না বাজারে দাম ১১০০ টাকার আশেপাশে ।
এতে ব্লুটুথ ভার্সন ৫.০ ব্যবহার করা হয়েছে । Redmi Earbuds S এ noise cancellation প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ।
এছাড়াও এর একটা ইয়ারবুড্স এর ওজন ৪.১ গ্রাম যা খুবই হালকা ।
এটিতে উপলব্ধ আছে low latency gaming mode যা মোবাইল গেমর সময় গেমের সাউন্ড ঠিক রাখতে খুব ভালো কাজ করে ।
একবার ফুল চার্জ অনুযায়ী ৪ ঘণ্টা ব্যাটারি থাকে কিন্তু চার্জিং কেসের সাথে এটি ১২ ঘন্টা পর্যন্ত চলবে যা রেডমি কোম্পানি দাবি করছে ।এর সব থেকে বড় সুবিধা হল আপনি একটা সিঙ্গেল Earbuds কে ব্যবহার করতে পারেন। এতে দুটি সুইচ রয়েছে যা আপনাকে সাহায্য করে ফোনকল রিসিভ বা রিজেক্ট করতে, গান চালাতে বা বন্ধ করতে এবং তার সাথে এটা তিনবার স্পেস করলে আপনার মোবাইল গেমিং মোড চালু হয়ে যাবে । এর সাথে সাথেই আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট কেও কন্ট্রোল করতে পারবেন ।
Your email address will not be published. Required fields are marked *