মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম সংস্থা ফেসবুক ৯.৯৯% শেয়ারের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে ৪৩,৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করছে, বুধবার ভারতের তেল থেকে খুচর সংস্থার শেয়ার প্রারম্ভিক বাণিজ্যে ৮ শতাংশেরও বেশি বেড়েছে।
ফেসবুক চাইছে তাদের ম্যাসেজিং প্ল্যাটফর্ম অর্থাৎ হোয়াটসঅ্যাপের সাথে রিলায়েন্স জিও এর ই-কমার্স প্লাটফর্ম, জিও মাঠকে যুক্ত করে নতুন সার্ভিস তৈরি করতে , তাই এই পদক্ষেপ ।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ ভারতের ডিজিটাল পেমেন্ট সার্ভিস চালুর অনুমতি পেয়েছে । গুগলপে , ফোনপে কিংবা পেটিএম এর মত সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামছে হোয়াটসঅ্যাপ তার জন্য একটা বড় লগ্নি করা প্রয়োজন হয় সেই কাজটাই করল ফেসবুক ।
ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০ কোটি । স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৮০% মানুষের কাছে হোয়াটসঅ্যাপ পৌঁছে গেছে । Covid -19 ও লোকডাউনের প্রভাব পড়ছে বিশ্বঅর্থনীতির ওপর । ভারতের এক নম্বর শিল্পপতি মুকেশ আম্বানির প্রায় ১৭ হাজার কোটি টাকা লোকসান হয়েছে, বিশ্বের ধনীদের তালিকায় ৯ থেকে স্থান ১৭ নম্বর স্থানে নেমে গেছেন তিনি । এই পরিস্থিতি কিছুটা সামলাতে ভারতের কোম্পানিগুলোতে বিনিয়োগের কথা ভাবতে পারে বিদেশি কোম্পানিগুলো ।
মার্ক জুকারবার্গ তার নিজের ফেইসবুক টাইমলাইনে লিখেছেন - "ফেসবুক ব্যবহারকারীর সংখ্যায় সব থেকে বড় দেশ হল ভারত, অনেক প্রতিভাবান ব্যবসায়ী রয়েছেন এই দেশেতে, ভারত বর্তমানে একটা ডিজিটাল পরিবর্তনের সামনে দাঁড়িয়ে, এই সময়ে জিও এর মত সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এর ফলে লক্ষ্য লক্ষ্য মানুষ অনলাইনে ছোট ছোট ব্যবসার দিকে ঝুঁকবেন । ছোট ব্যবসায়ীরা এই মুহূর্তে তাদের ব্যবসা বাড়ানোর জন্য অনেক বড় কোম্পানির সাহায্য চাইছে - এবং সেজন্য আমরা ভারতের লোক এবং ব্যবসায়ীকে সহায়তা করার জন্য জিওর সাথে অংশীদারি করছি।
তাদের অংশীদারিত্বের জন্য আমি মুকেশ আম্বানিকে এবং পুরো জিও দলকে ধন্যবাদ জানাতে চাই। আমরা শুরু করার অপেক্ষায় রয়েছি। "
Your email address will not be published. Required fields are marked *