সব জল্পনার অবসান। মৃত্যু হয়েছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের - এমন বিস্ফোরক দাবি করেছে হংকংয়ের একটি টেলিভিশন। যদিও এই দাবির সপক্ষে বা বিপক্ষে কোনো প্রতিক্রিয়া দেয়নি উত্তর কোরিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার শাসকের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে সম্প্রতি পিয়ংইয়ংয়ে চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছে চীন। সেই খবর আসতে আসতে এবার কিমের প্রয়াত হওয়ার খবর দিল হংকংয়ের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল HKS টিভি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সম্প্রতি আলোচিত হচ্ছে উত্তর কোরীয় নেতার গুরুতর অসুস্থতার খবর। দুই সপ্তাহ আগে অস্ত্রোপচার হয় কিম জং উনের। তারপর থেকেই মধ্য তিরিশের নেতার শরীর ভালো যাচ্ছে না। এরমধ্যেই দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে জানানো হয়, সংকটজনক অবস্থায় রয়েছেন কিম জং উন। এমনকি উত্তর কোরিয়ার শাসকের মৃতদেহ শায়িত রয়েছে, এই ছবিও দেখা গেছে হংকং টিভিতে। যদিও এর সত্যতা যাচাই হয়নি। পরিস্থিতির ওপর নজর রাখলেও কিমের প্রয়াণ বিষয়ে কোন মন্তব্য করেনি মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শক্তিশালী দেশগুলি।
প্রসঙ্গত, অত্যধিক ধূমপান, স্থূলতাসহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন একনায়ক কিম জং উন। তার উপর ছিল মাত্রাতিরিক্ত কাজের চাপ। এর জেরেই হৃদযন্ত্রে অস্ত্রোপচার এবং তারপর থেকেই গুরুতর অসুস্থ কিম জং উন। গত দু’সপ্তাহের বেশি সময়ে তাকে জনসমক্ষে দেখা যায়নি।
প্রসঙ্গত গত 15 এপ্রিল ছিল কিমের দাদুর জন্মদিন। কিমের দাদু উত্তর কোরিয়ার জাতির জনক, ঐদিন উত্তর কোরিয়ার দেশের মানুষের জন্য খুব বড় অনুষ্ঠান পালিত হয়। কিম জং উন কখনো এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকেননি কিন্তু এ বছর 15 এপ্রিল ওই অনুষ্ঠান আয়োজিত হলেও তিনি ছিলেন অনুপস্থিত, এরপর থেকেই শুরু হয় গুঞ্জন।
উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন যদি সত্যি মারা গিয়ে থাকেন, তবে তাঁর জায়গায় কে বসবেন? আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাংশের দাবি, কিমের পর তার আসনে বসবেন বোন কিম ইয়ো জং। তিনি কেবল রাজবংশের রক্তই বহন করছেন না, রাজনীতিতে বেশ সক্রিয়ও তিনি। যিনি বর্তমানে দাদা কিম জং উনের মুখ্য পরামর্শদাতা। ২০১৮ সালে উত্তর কোরিয়ার পলিটব্যুরোতেও মনোনীতও হন তিনি। উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাশালী মহিলা বলা হয় কিম ইয়ো জং কে।
Your email address will not be published. Required fields are marked *