এই মুহূর্তে সুপার সাইক্লোন আমফান অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে ১৬.৪৬ উত্তর অক্ষাংশ ও ৮৬.৭৫ পূর্ব দ্রাঘিমাংশে। ইতিমধ্যেই স্থলভাগের সঙ্গে দূরত্ব আরও কমেছে আমফানের৷ পারাদ্বীপ থেকে ৪৭০ কিলোমিটার ও দিঘা থেকে ৬২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ৷
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি মূলত আছড়ে পড়বে সাগরদ্বীপে। এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ২০ তারিখ অর্থাত্ বুধবার বিকালে সাগরদ্বীপের ওপর আমফান এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন হিসেবে আছড়ে পড়বে। সেসময় তার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮০ থেকে ১৯০ কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে এই ঝড়ের বেগ ঘন্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই অনেকেই মনে করছেন আমফান, ২০০৯-এর দুঃস্বপ্ন 'আয়লা', এমনকি ১৯৯৯ সালের নাম-না-জানা উড়িষ্যার "সুপার সাইক্লোন" কেও ছাপিয়ে যেতে পারে।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার সুন্দরবনের শামশেরনগর গ্রামের বাসিন্দা সুকুমার মন্ডল আমাদের নলেজ ফোরকাস্টকে ফোনে জানিয়েছে, আমফানের কার্যলীলা শুরু হয়ে গিয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকেই ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে এবং সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিয়েছে, আশ্রয় শিবির গুলিকে খুলে দেয়া হয়েছে। গ্রামের বাসিন্দাদের সেখানে ধীরে ধীরে যাওয়ার জন্য বলা হচ্ছে। ওই গ্রামের বাসিন্দাদের মধ্যে আইলার আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন।
এই ঝড়ের মোকাবিলায় প্রস্তুতি হিসাবে সোমবার বিকেলেই জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। সবদিক খতিয়ে দেখে পশ্চিমবঙ্গে সবরকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই সুপার সাইক্লোন এর বিরুদ্ধে যাবতীয় তৎপরতা দেখে রাজ্যপাল ধনকর টুইট করে মুখ্যমন্ত্রী এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তর কে অভিনন্দন জানিয়েছেন।
এই সুপার সাইক্লোনের কারণে প্রবলভাবে উত্তাল হবে দিঘার সমুদ্র। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে দিঘা, মন্দারমণি, সুন্দরবনের সমুদ্র সৈকত এবং উপকূলবর্তী জেলাগুলোতে। তার প্রভাব পড়তে পারে কলকাতা-সহ গাঙ্গেয় উপকূলের প্রায় সব জেলাতেই। তার পর ঘূর্ণিঝড় চলে যেতে পারে বাংলাদেশের দিকে। তবে সব কিছুই নির্ভর করছে উত্তর-পূর্ব দিকে নেওয়া ওই বাঁকের উপরেই। গত বছর ঘূর্ণিঝড় বুলবুল এর গতি প্রকৃতিও এরকমই ছিল, উড়িষ্যা উপকূল স্পর্শ করে পূর্বদিকে বাঁক নিয়ে সুন্দরবনের গা ঘেঁষে বাংলাদেশে চলে গিয়েছিল।
সাইক্লোন আমফানের প্রভাবকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে @PMOIndia এবং @MamataOfficial এর উদ্যোগ প্রশংসনীয়, যেত 20শে মে তারিখে তটরেখা অতিক্রম করবে।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 19, 2020
এই সাইক্লোনে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা সবচেয়ে বেশি প্রভাবিত হবার সম্ভাবনা প্রবল।(1/2)
Your email address will not be published. Required fields are marked *