করোনা মহামারী চলার কারণে পুরো বিশ্বে লক ডাউন বর্তমান l এর থেকে কবে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে ধোঁয়াশা লেগেই রয়েছে l ভারতেও স্কুল-কলেজ থেকে শুরু করে অধিকাংশ অফিস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ আছে l আর এই পরিস্থিতিতে বেশ কিছু প্রতিষ্ঠান তার কর্মচারীদের "Work from Home" অর্থাৎ নিজের বাড়িতে থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে l স্বাভাবিক ভাবেই বাড়ি থেকে না বেরোলে অ্যাপনি অফিস সংক্রান্ত মিটিং করবেন কি করে এটাই ছিল সমস্যা l এই সমস্যার সমাধান খোঁজার নিরিখেই সামনে এলো একটি অ্যাপ এর নাম l "Zoom" হ্যাঁ আমরা সকলেই কমবেশি এই অ্যাপএর সাথে পরিচিত l
এর সুবিধা এটাই যে এই জুম অ্যাপ এর মাধ্যমে একই সাথে এক থেকে একশো জন ভিডিও কলিং করতে পারেন l শুধু ভারতেই নয় সারা বিশ্বের অনেক দেশেই এই অ্যাপ এর ব্যবহার দ্রুত গতিতে বাড়তে লাগলো l আর এই অ্যাপ এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গেই সামনে এলো এই অ্যাপ নিয়ে কিছু প্রশ্ন l অভিযোগ এই অ্যাপ ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকছে না l অর্থাৎ যদি অ্যাপনি এই অ্যাপ ব্যবহার করেন তাহলে অ্যাপনার মোবাইল বা কম্পিউটার এর তথ্য অন্য কোনো তৃতীয় ব্যাক্তির হাতে চলে যাওয়ার সম্ভাবনা আছে l
সাইবার নিরাপত্তার সাথে যুক্ত ভারতীয় এজেন্সী CERT - In (Computer Emergency Response Team of India ) এর কাছে অভিযোগ জমা পড়ার পর " Zoom " অ্যাপ ব্যবহারকারী ভারতীয়দের সাবধান করা হয় l এছাড়াও Google এবং এলোন মাস্কএর স্পেস এক্স এই অ্যাপ ব্যবহারের উপর আরোপ লাগায় l শুধু তাই নয় জার্মান বিদেশ মন্ত্রক এই আপের উপর নিষেধাজ্ঞা জারি করে l এরপর Zoom অ্যাপ এর সিইও এরিক ইউয়ান এক সাক্ষাৎকারে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আগামী ৯০ দিনের মধ্যে তিনি এই অ্যাপ সংক্রান্ত সমস্ত অভিযোগের সমাধান করবেন বলে আশ্বাস দেন l এরপরেও অ্যাপনি যদি Zoom অ্যাপ ব্যবহার করেন তাহলে ভয়ের কোনো কারণ নেই l অ্যাপনাকে শুধু NCCC ( National Cyber Coordination Centre ) দ্বারা যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার পালন করতে হবে l দেখে নেওয়া যাক NCCC কি কি সতর্কতা অবলম্বন করার কথা বলেছে :
১) প্রতি মিটিং এর নতুন ইউসার আইডি এবং পাসওয়ার্ড তৈরী করুন
২) “Waiting Room” বিকল্পটি চালু রাখুন
৩) “Join before host” বিকল্পটি বন্ধ রাখুন
৪) “Screen sharing” বিকল্পটি বন্ধ রাখুন অথবা হোস্ট অনলি করে রাখুন
৫) “Remove participant rejoin” বিকল্পটি বন্ধ রাখুন
৬) মিটিং শুরুর পরে “Lock Meeting” বিকল্পটি চালু রাখুন
৭) রেকর্ডিং এর বিকল্পটি বন্ধ রাখুন
Your email address will not be published. Required fields are marked *