ধীরে ধীর বিশ্বে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠছে ক্রিকেট। নতুন নতুন দেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্য পদ গ্রহণ করছে। ক্রিকেট জনপ্রিয় হয়ে ওঠছে ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবল প্রেমী দেশগুলোতে।
অনেকটাই চমক দিয়ে ক্রিকেটকে রাষ্ট্রীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিল রাশিয়া সরকার। ২০১২ সালে আইসিসির সদস্য পদ লাভ করলেও নিজ দেশেই স্বীকৃত ছিল না ক্রিকেট। অবকাঠামোগত সুবিধার দিকে এখন মনোযোগী ক্রিকেট রাশিয়া।
ক্রিকেটকে ক্রীড়া ইভেন্ট হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া সরকার। শুক্রবার (০১ লা মে) রাশিয়া ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক, ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া ইভেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি জানায় ইউরোপিয়ান ক্রিকেট নেটওয়ার্ককে।
রাশিয়ার ক্রিকেট ইতিহাসের জন্য এটি অবিশ্বাস্য মাইলফলক। এই সিদ্ধান্ত রাশিয়ার ক্রিকেটের প্রোফাইল বাড়িয়ে তুলতে আমাদের প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলবে।
২০১৩ সালে অশ্বনী চোপড়ার হাত ধরে দেশটিতে রাশিয়ান ক্রিকেট ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সালে ‘রাশিয়া ক্রিকেট’ নামে আত্মপ্রকাশ করে রাশিয়ার ক্রিকেট বোর্ড।
গত বছর ইংল্যান্ড ও ওয়েলস ওয়ানডে বিশ্বকাপের পর ক্রীড়া ইভেন্ট হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য আবেদন জানায় ‘রাশিয়া ক্রিকেট’। কিন্তু গত জুলাইয়ে মিনিগলফকে রাষ্ট্রীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিলেও সেই আবেদন প্রত্যাখ্যাত করে পুতিন সরকার।
Some positve news during lockdown #CricRus https://t.co/AObAEr0Puw
— Cricket Russia (@CricketRussia) May 1, 2020
Your email address will not be published. Required fields are marked *