চলতি লকডাউনের জেরে রাজ্যের অসংগঠিত শ্রমিকদের স্বার্থে ঘোষিত রাজ্যসরকারের নতুন 'প্রচেষ্টা' প্রকল্প আপাতত স্থগিত রাখা হল। মূলত এই প্রকল্পের মাদ্ধমে রাজ্যের প্রত্যেক অসংগঠিত শ্রমিককে মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে বলেছিল বর্তমান প্রশাসন।
এই প্রকল্পের ফর্ম মূলত জেলার প্রশাসনিক দফতরগুলি, বিডিও অফিস বা ব্লক স্তরের অফিস থেকে দেওয়া হচ্ছে। কিন্তু স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্পের সুবিধা পেতে অসহায়, অসংগঠিত শ্রমিকরা ভিড় জমাতে শুরু করেছিলেন দফতরগুলিতে। যা আদতে ছিল বিপদ সংকেত।
ভিড়ের কারণেই প্রচেষ্টা প্রকল্প আপাতত স্থগিত করে দিল রাজ্য সরকার। সব জেলার জেলাশাসককে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানানো হয়েছে। অনলাইনের মাধ্যমে ফর্ম দেওয়া সম্ভব কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার । সরকারি ওয়েবসাইট টি হল https://www.wb.gov.in/
আগে যে ফর্ম টি দেওয়া হচ্ছিল তার লিঙ্কটি নিচে দেওয়া হল।
'প্রচেষ্টা প্রকল্প' ফর্ম দাউনলোড
Your email address will not be published. Required fields are marked *