Kolkata, Ind  weather   HI:  29.260   LO:  17.800 Delhi, Ind  weather   HI:  29.260   LO:  17.800 Mumbai, Ind  weather   HI:  29.260    LO:  17.800 About Contact Sing up Log in
Knowledge4cast LOGO
   BREAKING NEWS :   NEW  ভারতে করোনায় মোট আক্রান্ত 2.44Cr জন রাজ্যে করোনায় মোট আক্রান্ত 10.9L,মোট সুস্থ হলো 9.5L জন বিদ্যুত্‍ দফতরের হেল্পলাইন নম্বর ৭৪৪৯৩০০৮৪০, ৯৪৩৩৫৬৪১৮৪ রাজ্য সরকারের কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-৩৫২৬ ভারতে করোনায় মৃত বেড়ে 2.66L

প্রচেষ্টা প্রকল্প-এ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া স্থগিত করল রাজ্য সরকার, বন্ধ করল ফর্ম বিলি।

by SANKAR GOSWAMI - 2020-04-27 17:03:19 2244 Views 0 Comment
প্রচেষ্টা প্রকল্প
প্রচেষ্টা প্রকল্প

চলতি লকডাউনের জেরে রাজ্যের অসংগঠিত শ্রমিকদের স্বার্থে ঘোষিত রাজ্যসরকারের নতুন 'প্রচেষ্টা' প্রকল্প আপাতত স্থগিত রাখা হল। মূলত এই প্রকল্পের মাদ্ধমে রাজ্যের প্রত্যেক অসংগঠিত শ্রমিককে মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে বলেছিল বর্তমান প্রশাসন।
এই প্রকল্পের ফর্ম মূলত জেলার প্রশাসনিক দফতরগুলি, বিডিও অফিস বা ব্লক স্তরের অফিস থেকে দেওয়া হচ্ছে। কিন্তু স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্পের সুবিধা পেতে অসহায়, অসংগঠিত শ্রমিকরা ভিড় জমাতে শুরু করেছিলেন দফতরগুলিতে। যা আদতে ছিল বিপদ সংকেত।

                                                                                                                 

ভিড়ের কারণেই প্রচেষ্টা প্রকল্প আপাতত স্থগিত করে দিল রাজ্য সরকার। সব জেলার জেলাশাসককে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানানো হয়েছে। অনলাইনের মাধ্যমে ফর্ম দেওয়া সম্ভব কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার । সরকারি ওয়েবসাইট টি হল https://www.wb.gov.in/ 


আগে যে ফর্ম টি দেওয়া হচ্ছিল তার লিঙ্কটি নিচে দেওয়া হল। 
'প্রচেষ্টা প্রকল্প' ফর্ম দাউনলোড  


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Others News