ইন্সস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ - এর জনপ্রিয়তা সম্পর্কে নতুন কিছু বলার নেই। ২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। তার পর থেকেই দুটি অ্যাপের মধ্যে বিভিন্ন পোস্ট শেয়ার করা যায়। তবে খুব শীঘ্রই ইন্সস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ-- এই তিন মেসেজিং সিস্টেমকে একসঙ্গে করে দিচ্ছে বিশ্বের জনপ্রিয়তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক৷
সম্প্রতি একটি সূত্র থেকে জানা গেছে যে, ফেসবুকের এই জনপ্রিয় কথা বলার মাধ্যম দুটির মধ্যে সংযোগ স্থাপন করার কাজ চলছে। ডেভলপাররা এই ইন্টিগ্রেশন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ রেফারেন্সের দিকে নজর রাখছে। জানা গেছে ফেসবুক বর্তমানে লোকাল ডেটাবেস কোডের ওপর কাজ করছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, হোয়াটসঅ্যাপের মেসেজগুলি এনক্রিপ্টেড রাখার সম্পূর্ন প্রচেষ্টা চালানো হবে।
নিউ ইয়র্ক টাইমস-এর রিপোর্ট বলছে, ফেসবুকের এই সিদ্ধান্তটির মানে হল, এই প্রথম সংস্থাটি তার সব কটি সোশ্যাল মিডিয়া প্রপার্টি সংযুক্ত করে দেবে৷ তা হলে কি সব একটি অ্যাপ-এর মধ্যে চলে আসবে? জানা গিয়েছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আলাদাই থাকবে অ্যাপ হিসেবে৷ ফেসবুক একটি নতুন প্রযুক্তি আনছে, যাতে সব অ্যাপ-গুলির সাহায্যেই সকলে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে৷
এই নতুন ফিচারটি রোল আউট হওয়ার পর ইউজাররা ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপের পুশ নোটিফিকেশন সাউন্ড অ্যাক্সেস করতে পারবে। এছাড়া এই ফিচার থেকে কোনো কন্ট্যাক্টের ফোন নম্বর, মেসেজ কাউন্টার, ইত্যাদি তথ্য জানতে পারা যাবে। এমনকি ফেসবুক ম্যাসেঞ্জার থেকে প্রোফাইল পিকচার এবং নির্বাচিত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির পরিচিতি জানা যাবে। হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কিনা তাও সহজেই বুঝতে পারা যাবে।
তবে গোটা প্রক্রিয়াটিই প্রাথমিক স্টেজে রয়েছে৷ ২০২০ সালের শেষের দিকেই হয় তো ফেসবুক এই সংযুক্তিকরণ প্রক্রিয়া চালু করে দেবে৷
Your email address will not be published. Required fields are marked *