করোনার সম্ভাব্য এই ‘কোভ্যাক্সিন’(covaxin) প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ। সোমবার থেকে শুরু হল Covaxin-এর ‘ডবল-ব্লাইন্ড’ ক্লিনিক্যাল ট্রায়াল। যে জন্য মোট ১২টি ‘পরীক্ষাকেন্দ্রে’র একটি তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। শনিবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এর বিশেষ কমিটির থেকে অনুমতি মেলার পর আজ থেকেই শুরু হচ্ছে Covaxin-এর ‘ডবল-ব্লাইন্ড’, প্লাসেবো (placebo) ভিত্তিক ক্লিনিক্যাল ট্রায়াল। ফেজ ওয়ানে অংশ নেবে 375 জন। তিনটি ভাগে ভাগ করা হবে। প্রত্যেককে 14 দিন পর পর দুটি ডোজ দেওয়া হবে, শেষ হলে পরের ডোজ এর জন্য 750 জনকে নেওয়া হবে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)-র সঙ্গে যৌথ উদ্যোগে দেশীয় প্রযুক্তিতে করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিন তৈরি করেছে হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। ইঁদুর ও খরগোশের উপর পরীক্ষামূলক প্রয়োগের ফল আশানুরূপ হওয়ার পর সেই টিকা মানবদেহে প্রথম ও দ্বিতীয় ধাপে প্রয়োগের অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)।
যে কোনও সুস্থ ব্যক্তি এই ট্রায়ালে অংশ নিতে পারেন। এর জন্য ই-মেল করে, ফোন বা মেসেজ করেও আবেদন জানানো যেতে পারে। স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্যে সবচেয়ে সুস্থ ব্যক্তিদের প্রতিষেধকের ট্রায়ালে অংশগ্রহণের বা স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ দেওয়া হবে। তিনি জানান, ট্রায়ালে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিরা ই-মেল করতে পারেন এই মেল আইডিতে: [email protected] অথবা এই মোবাইল নম্বরে 7428847499 ফোন বা মেসেজ করেও আবেদন জানাতে পারেন।
এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নির্বাচিত স্বেচ্ছাসেবকদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হওয়া চাই। এই পর্যায়ে শারীরীক ভাবে সম্পূর্ণ সুস্থ ব্যক্তিদের উপরেই এই প্রতিষেধক প্রয়োগ করা হচ্ছে বা হবে। জানা গিয়েছে, স্বেচ্ছাসেবকদের Covaxin-এর মোট তিনটি ডোজ দেওয়ার পর তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে।
কোনও ভ্যাকসিন প্রি-ক্লিনিকাল ট্রায়াল অতিক্রম করলেই ক্লিনিকাল ট্রায়ালে যেতে পারে। প্রি-ক্লিনিকাল ট্রায়ালের অর্থ, বিভিন্ন প্রাণীর শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা। ‘কোভ্যাক্সিন’ সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। এবার ক্লিনিক্যাল ট্রায়াল। এই ট্রায়ালের প্রক্রিয়া বেশ দীর্ঘ। ভাইরোলজিস্টদের মতে, বয়স, বর্ণ, রোগ প্রতিরোধ ক্ষমতা নির্বিশেষে বহু মানুষের উপর এই প্রতিষেধক প্রয়োগ করে পরীক্ষা করা হয়।
Your email address will not be published. Required fields are marked *