ভারতের নিকট ভবিষ্যতের আরো এক বিমানবাহী রণতরী হতে চলেছে আইএনএস বিশাল। এটি অবশ্যই হবে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী। বলে রাখা ভালো যে, 2013 সালে আইএনএস বিক্রমাদিত্য ভারতীয় নৌবাহিনীতে যোগ দেওয়ার আগে আইএনএস বিক্রান্ত ছিল একমাত্র ফ্ল্যাগশিপ এয়ারক্রাফট ক্যারিয়ার। আইএনএস বিশাল ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় দেশীয়ভাবে নির্মিত পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী হতে চলেছে যা বিশ্বের স্বল্প কয়েক দেশের উন্নত রণতরী সঙ্গে তুলনীয় হবে এবং আইএনএস বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ভারতীয় উপমহাদেশ তথা গোটা বিশ্বের সমীহ আদায় করবে।
এই আইএনএস বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার কি?
1. এই রণতরী তৈরি করছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড।
2. এর আরেকটি নাম হল IAC II, একে ভারতের প্রথম সুপার ক্যারিয়ারও বলা যেতে পারে।
3.পুরো তৈরি হওয়ার পরে এটি হবে ভারতের সবচেয়ে এডভান্সড রণতরী।
4. 2012 সালে এর ডিজাইন শুরু করে Indian Naval Design Bureau.
5. এরপর 13 ই মে 2015 ভারতের ডিফেন্স একিউ সিজেন কাউন্সিল (DAC) আইএনএস বিশালের প্রথম নির্মাণ কাজের জন্য 30 কোটি টাকার বাজেট পেশ করে।
আইএনএস বিশাল এই রণতরীতে কি আছে?
1. এই রণতরীর উৎপাদনক্ষমতা (ডিসপ্লেসমেন্ট) হবে 65 হাজার টন থেকে 70 হাজার টন।
2. এতে থাকবে ইন্টিগ্রেটেড ইলেকট্রিক প্রপালশন সিস্টেম(IEPS)
3. আইএনএস বিশালে থাকবে লেটেস্ট US ইলেক্ট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম (EMALS),যার জন্য আইএনএস বিশাল 55 থেকে 60 টি যুদ্ধবিমান বহন করার ক্ষমতা রাখবে।
4. মনে করা হচ্ছে আইএনএস বিশালের সারফেস স্পিড হবে 28 নটস বা 32 মাইল প্রতি ঘন্টা।
5. এটি যে কোনো ভারী অস্ত্র বহন করার ক্ষমতা রাখে।
6. আইএনএস বিশালে মিগ-29 ফাইটার জেট না থাকার সম্ভাবনাই বেশি। তবে এতে LCA তেজস, ম্যাকডোনাল্ড ডগলাস F/A 18 হর্নেট, দাসল্ট রাফালের নৌসংস্করণ থাকার সম্ভাবনাই বেশি। এছাড়াও 5th জেনারেশন ফাইটার HAL AMCA, ডিআরডিও AURA UCAV থাকবে। বলা হয়েছিল 2020 সালে এই আইএনএস বিশাল নৌবাহিনীতে যোগ দেবে কিন্তু নতুন কিছু টেকনোলজি যুক্ত করার জন্য আইএনএস বিশাল নৌবাহিনীতে যোগ দিতে 2030 সাল লেগে যাবে।
Your email address will not be published. Required fields are marked *