করোনা করোনা করোনা….এই দুশ্চিন্তা তাড়া করে বেড়াচ্ছে মানুষকে। মনুষ্য জীবন হয়ে উঠেছে বিপন্ন। হিন্দু মুসলিম খৃষ্টান সব জাতির মানুষ আজ বিজ্ঞানের কাছে দ্বারস্থ, তারা আশায় আছে কখন আবিষ্কার হবে এই ভাইরাসের টিকা। সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে, তা নিয়েই মানুষ সবচেয়ে বেশি ভীত। মানুষের মধ্যে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য অনেক সময় অনেককেই বেরোতে হচ্ছে বাজার ঘাটে কিন্তু সেখানে রয়েছে বিপদ, কখন কার মধ্যে এই ভাইরাস শরীরের মধ্যে চলে আসবে কোন আন্দাজ পাওয়া যাচ্ছেনা। ঠিক এই সময় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ট্র্যাক করার জন্য যে অ্যাপের কাজ চালাচ্ছিল কেন্দ্র, সেই অ্যাপ এবার জনসমক্ষে চলে এল। 'আরোগ্য সেতু' নামের এই অ্যাপ এটি Android এবং iOS-- দুই প্ল্যাটফর্মে চলবে।হবে। বুধবার আত্মপ্রকাশ ঘটেছে 'আরোগ্য সেতু' অ্যাপের । ইতিমধ্যেই, ২০ হাজারের বেশি ডাউনলোড হয়ে গিয়েছে অ্যাপের। ১১টি ভিন্ন ভিন্ন ভাষাও রয়েছে এই অ্যাপে। ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার বা NIC-র তরফে তৈরি করা হয়েছে এই অ্যাপ।এই অ্যাপে রয়েছে একটি চ্যাটবোট ফিচারও। যার দ্বারা আপনি জানতে পারবেন, আদৌ আপনার শরীরে করোনাভাইরাসের লক্ষণগুলি রয়েছে কি না। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনাভাইরাস সংক্রান্ত সমস্ত আপডেটই খুব দ্রুত গতিতে চলে আসবে এই অ্যাপে। সঙ্গে দেশের সমস্ত রাজ্যের করোনা হেল্পলাইন নম্বরও পেয়ে যাবেন আপনি।
এই অ্যাপের উপকারিতা হল-- কোনও কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি যদি আপনার ধারেকাছে চলে আসে,আপনার আশপাশে কোনও করোনা আক্রান্ত ব্যক্তি ছয় ফুট দূরত্ব অবধি রয়েছেন কি না তা সঙ্গে সঙ্গে তা জানান দেবে। জানা গিয়েছে, ব্লু-টুথ ও লোকেশন নির্ভর সোশাল গ্রাফ মারফৎ এই অ্যাপ কোভিড-১৯ আক্রান্তদের ট্র্যাক করে। স্বাস্থ্যমন্ত্রকের কাছে জানা পজিটিভ কেসগুলি সম্পর্কে যে তথ্য রয়েছে, সেই তথ্য অনুসারেই এই ব্লুটুথ এবং ফোনের লোকেশন দিয়ে তথ্য দেওয়া সম্ভব হবে।
'আরোগ্য সেতু'-র নির্মাণকারীদের(NIC) মতে, এই অ্যাপের মাধ্যমে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। একইসঙ্গে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদেরও রক্ষা করতে পারবেন। সবচেয়ে বড় কথা, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে দেশকে তথা ভারতমাতা কে রক্ষা করতে পারবেন।
Your email address will not be published. Required fields are marked *
hi This is soumen
Good app for fighting covid-19..