ফের ভারতীয় ফুটবলের আকাশে নক্ষত্র পতন। পিকে বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক মাসের কিছু বেশি সময়ের মধ্যেই প্রয়াত হলেন দেশের আরেক কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘ রোগভোগের পর ৮২ বছর বয়সে মারা গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আসল নাম সুবিমল। তবে ভারতীয় তথা আন্তর্জাতিক ফুটবলমহল তাঁকে চুনী গোস্বামী নামেই একডাকে চিনত।
1954 সাল থেকে 1967 সাল পর্যন্ত টানা মোহনবাগান ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন চুনী গোস্বামী। এছাড়া দেশের হয়ে 50 টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ১৯৬২ এশিয়ান গেমসে চুনী গোস্বামীর নেতৃত্বেই ভারতীয় ফুটবল দল সোনা জেতে। তাঁর নেতৃত্বে ১৯৬৪ সালে এশিয়া কাপে ভারত রানার্সও হয়। খেলা ছাড়ার পর তিনি জাতীয় দলকে কোচিংও করিয়েছেন। সবুজ মেরুন ছিল তাঁর জীবনের সঙ্গে যুক্ত। কখনও মোহনবাগান ছেড়ে যাননি। কট্টর মোহনবাগানি হিসাবে পরিচিত ছিলেন মাঠে। কট্টর মোহনবাগানী চুনী গোস্বামী বাংলার হয়ে দীর্ঘদিন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন। তিনি বাংলার ক্রিকেট দলকে নেতৃত্বও দিয়েছেন।
স্বাভাবিকভাবেই চুনী গোস্বামীর মৃত্যুতে শোকের ছায়া কলকাতা ময়দান তথা ভারতীয় ফুটবলমহলে। পিকে বন্দোপাধ্যায়ের পর চুনী গোস্বামীর চলে যাওয়া ভারতীয় ফুটবলের অভূতপূর্ব ক্ষতি বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
Your email address will not be published. Required fields are marked *