করোনা ভাইরাসএর জন্য দেশের অর্থনৈতিক স্তম্ভ ভেঙে পড়েছে । শুধু ভারতবর্ষেই নয় বিশ্বের তাবড় তাবড় কিছু দেশে যেখানে করোনা থাবা বসিয়েছে সেখানেও একই অবস্থা । যেমন আমেরিকা তেও অর্থনৈতিক ক্ষতি চরম পর্যায়ে পৌঁছেছে, যার কারণে সেখানে কিছু অনুপ্রেরণামূলক প্যাকেজএর কথা ঘোষণা করা হয়েছে ।এছাড়াও যদি আমরা জার্মানি, ফ্রান্স, ইউ কে বা ইতালির কথা বলি সেখানেও কিছু প্যাকেজ এর কথা ঘোষণা করা হয়েছে যাতে এই ভেঙে পড়া অর্থনীতিকে পুনরায় দাঁড় করানো যায় ।
আমরা সকলেই জানি ভারতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ এর ঘোষণা করেছেন । যেটা এসে দাঁড়াবে ভারতের জিডিপি এর ১০% অংকের সমান । এতো বড়ো অংকের প্যাকেজ, নিশ্চয়ই সবার জন্য কিছু না কিছু সুবিধা পাওয়া যাবে, এমনটাই ভেবে ছিলেন অনেকেই ।
আপনি যদি ভেবে থাকেন ইলেকট্রিসিটি তে ছাড় পাবেন, জল সরবরাহে ছাড় পাবেন, ব্যাঙ্ক এর ইএমআই মুকুব হবে কিছু মাসের জন্য, ব্যাঙ্ক লোন এর সুদ, স্কুল বা কলেজ এর ফি, বাড়ি ভাড়া, হসপিটালের বিল, ট্রেন এর টিকিট বা ট্রেন এর মধ্যে খাবারএর বিল মুকুব হবে তাহলে জেনে রাখুন এইসব কিছুই হচ্ছে না ।
তাহলে প্রশ্ন একটা যে এতো টাকার প্যাকেজ এ কি কি থাকছে ?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামান প্রথম দিনের সাংবাদিক বৈঠকে যে বিষয় গুলি জানিয়েছেন আজ আমরা সেগুলি নিয়েই আলোচনা করবো । ওবেতনভুক্ত আয়ের ক্ষেত্রে TDS (Tax Deducted at source) আগের তুলনায় ২৫% কম কাটা হবে । এর ফলে প্রায় ৫০ হাজার কোটি টাকা মানুষষের হাতে থাকবে বলে মনে করা হয়েছে । আয়কর জমা দেওয়ার তারিখ বাড়িয়ে ৩০নভেম্বর করে দেওয়া হয়েছে । EPF (Emp।oyees Provident Fund) এর পরিমান আগের থেকে কম করে দেওয়া হয়েছে । পূর্বে যদি আপনার বেতন থেকে ১২% EPF বাবদ কাটা হয় তাহলে এরপর সেটা কাটা হবে ১০% । এরফলে আপনার হাতে আগের থেকে বেশি বেতন আসবে । এছাড়াও ১৫০০০ এর কম বেতনভুক্ত কর্মচারীদের PF (Provident Fund) এর টাকা সরকার আরো তিন মাস জমা করবে বলে জানানো হয়েছে ।
বল বাহুল্য আগেই প্রধান মন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় ঘোষণা করা হয়েছিল মার্চ থেকে মে মাস অবধি PF এর টাকা সরকার দেবে, সেটি বাড়িয়ে অগাস্ট মাস অবধি করা হলো । এর ফলে ৩.৫ লক্ষ কোম্পানি এবং ৭২ লক্ষ কর্মচারীদের সুবিধা হবে বলে মনে করা হয়েছে ।
আর্থিক প্যাকেজ এর প্রথম দিনের কেন্দ্রবিন্দু ছিল MSME অর্থাৎ ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র শিল্পের জন্য । এর উপর আমাদের দেশের কোটি কোটি মানুষের জীবন জীবিকা নির্ভর করে । এর উপর দেশের অর্থনীতির অনেটাই নির্ভরশীল । ভারতে কৃষির পর এই ধরণের ছোট ছোট শিল্প থেকেই রোজগার বেশি হয়ে থাকে । দেশের প্রায় ১১ কোটি মানুষ এই ধরণের শিল্পের সাথে যুক্ত ।
ভারতের জিডিপি এর ৩০% এই ক্ষুদ্র শিল্প থেকেই আসে । এছাড়া দেশের রপ্তানিতে এই ধরণের শিল্পের ভূমিকা ৪০% বলে দাবি করা হয়েছে । এর জন্যই এই দৈর্ঘের শিল্প গুলিতে এবং এর কর্মচারীদের উপর নজর দেওয়া খুব দরকার ছিল বলেই মনে করা হয়েছে । আর করোনা ভাইরাস এর থাবায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত্র হয়েছে এই ধরনের অতি ক্ষুদ্র থেকে মাঝারি শিল্প গুলোই । যদি অর্থনৈতিক রেল গাড়ির চাকা পুনরায় লাইনের উপর আনতে হয় তাহলে এই ক্ষুদ্র শিল্পের দিকেই নজর দেওয়া টা খুব জরুরি । আর সেই কারণেই আর্থিক প্যাকেজ এর প্রথম দিনেই MSME আওতাভুক্ত শিল্প গুলির দিকে নজর রাখা হয়েছে ।
এই শিল্প গুলির জন্য ৩ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়ার ঘোষণা করা হয়েছে । এর ফলে প্রায় ৪৫ লক্ষ কোম্পানি সরাসরি সুবিধা পাবে বলে মনে করা হয়েছে । ব্যবসা করার জন্য ক্ষুদ্র শিল্প গুলিকে বিনা গ্যারান্টিতে ঋণ দেবার ঘোষণাও করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামান । এক বছর অবধি তাদের ঋণের উপর সুদের ক্ষেত্রেও ছাড়ের কথা বলা হয়েছে । MSME বা ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সংজ্ঞা তেও পরিবর্তন করা হয়েছে ।
Existing MSME C।assification
Micro | Small | Medium |
---|---|---|
Investment <Rs. 25 ।ac | Investment <Rs. 5 Cr. | Investment <Rs. 10 Cr. |
Micro | Small | Medium |
---|---|---|
Investment <Rs. 1 Cr. | Investment <Rs. 10 Cr. | Investment <Rs. 20 Cr. |
Turnover <Rs. 5Cr. | Turnover <Rs. 50Cr. | Turnover <Rs. 100Cr. |
পূর্বে এই ধরণের শিল্প গুলির ক্ষেত্রে নিয়ম ছিল তারা একটি নির্দিষ্টি সীমা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে এর কারণ আমাদের দেশের শিল্প গুলি বিদেশী কোম্পানি গুলোর কাছে প্রতিযোতায় দাঁড়াতে পারতো না । এই পরিবর্তনের ফলে শিল্প গুলি বিদেশী কোম্পানি গুলোর মোকাবিলা করতে পারবে বলেই অর্থমন্ত্রক সূত্রে ধারণা করা হয়েছে । এছাড়াও ২০০ কোটি টাকার নিচের গ্লোবাল টেন্ডার এর নিয়মে তেও বদল করা হয়েছে । এরপর সরকার থেকে ২০০ কোটি টাকার কমে কোনো গ্লোবাল টেন্ডার থাকবে না । অর্থাৎ ভারত সরকারের কাছে ২০০ কোটি টাকার কম কোনো টেন্ডার এলে সেটি দেশের শিল্প গুলির হাতেই দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে । প্রধান মন্ত্রীর আর্থিক মন্ত্র "।ocal for Vocal" এর অনুপ্রেরণাতেই এই ঘোষণা করা হয়েছে ।
"Covid-19 relief package" - দ্বিতীয় পর্ব : https://knowledge4cast.in/business/Covid-relief-package-part-2-and-3.php
Your email address will not be published. Required fields are marked *