কালী 5000 নামটাই কিরকম গুরুগম্ভীর তাই না, হ্যাঁ সত্যিই ভারতের রক্ষাকবচ কালী 5000। রক্ষাকালী হিসেবে ভারত মাতা কে রক্ষা করবে এই কালী 5000 ।
কি এই কালি 5000 ?
প্রথমত কালি প্রকল্পটির সূচনা করেন ডক্টর পিএইচ রণ এবং BARC (ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার) এর তৎকালীন চেয়ারম্যান ডক্টর আর চিদাম্বারাম 1985 সালে। তবে প্রকল্পটির কাজ শুরু হয় 1989 সালে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর এএক্সেলেটর এন্ড পালস পাওয়ার ডিভিশনের দ্বারা। পরবর্তীকালে DRDO (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) এই প্রজেক্ট এ যুক্ত হয়।
যদিও প্রথমে ধারণা করা হয়েছিল যে কালী প্রজেক্ট শিল্প উন্নতির কাজে ব্যবহার হবে, তবে পরবর্তীকালে এটি ডিফেন্স ইকুইপমেন্ট হিসাবে স্পষ্ট হয়। এই কালির পুরো কথাটি হলো "কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর"।
কালী 5000 কিভাবে কাজ করে-
এই কালি 5000 অনেকটা আধুনিক লেজার অস্ত্রের মতো মনে হলেও আসলে এটি লেজার অস্ত্রের থেকে অনেকটাই আলাদা, এটি আসলে একটি বিম। কালী 5000 অস্ত্র থেকে নির্গত বিম 40 গিগাওয়াট ইলেকট্রন নির্গত করে শত্রুপক্ষের যেকোনো ক্ষেপণাস্ত্র, ফাইটার জেট নিমেষেই ঝলসে ধ্বংস করে দিতে পারে। আরও বলা যেতে পারে যে মহাকাশে ভাসমান যেকোনো কৃত্রিম উপগ্রহ ধ্বংস করে দিতে সক্ষম এই কালি 5000 ক্ষেপণাস্ত্র। এই কালী ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের যে কোন অবজেক্টকে লক্ষ্য করে অসংখ্য ইলেকট্রন স্রোত নির্গত করবে যা নেগেটিভ বিদ্যুৎ পরিবাহী এবং খুবই উত্তপ্ত। এই ইলেকট্রন কণার স্রোত তাৎক্ষণিক ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ এ পরিণত হবে। এই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ মহাকাশে ছড়িয়ে থাকা মাইক্রোওয়েভ এর সাথে যুক্ত হতে সক্ষম। শেষপর্যন্ত কালী থেকে নির্গত ইলেকট্রন কণার স্রোত শক্তিশালী মাইক্রোওয়েভে রূপান্তরিত হয়ে ভারতের দিকে ছুটে আসা যেকোন মিসাইল বা ফাইটার জেট কে আকাশেই ঝলসে ধ্বংস করে দেবে। যদিও লেজার উইপন দিয়েও আকাশে ধ্বংস করা সম্ভব কিন্তু লেজার অস্ত্র প্রথমে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র বা ফাইটার জেটকে ফুটো করে, তারপর ধ্বংস করে যেটা খুবই সময় সাপেক্ষ। বলে রাখা ভালো যে এই ধরনের ক্ষেপণাস্ত্র ভারত ছাড়া অন্য কোন শক্তিধর দেশ যেমন চীন, রাশিয়া এমনকি আমেরিকার কাছেও নেই। ঠিক এই কারণেই পাকিস্তান ও চীনের বুকে ভয় ধরে গেছে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ভারত, কালী 80,কালী 200,কালী 1000,কালী 5000,কালী 10000 এর প্রোটোটাইপ বানিয়ে ফেলেছে। যদিও এই প্রোটোটাইপ গুলিকে কিভাবে আরো শক্তিশালী করা যায় তার জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করেই চলেছে। এই কালী 5000 ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় 2004 সালে সামিল হয়।
Your email address will not be published. Required fields are marked *
Excellent