গোটা ভারত ব্যাপী লকডাউন এর মধ্যে সবাই তিতিবিরক্ত। করোনার থাবা গ্রাস করেছে সকলের মনে। এরই মধ্যে বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে উল্কাবৃষ্টি দেখা যাবে আগামী সপ্তাহে। পশ্চিমবঙ্গবাসীও এর সাক্ষী হতে চলেছে।
উল্কা হল মহাকাশে ভেসে বেড়ানো গ্রহ-নক্ষত্রের ভাঙ্গা অংশবিশেষ। বিভিন্ন আয়তনের হতে পারে, এক একটি উল্কার আয়তন এতবড় হতে পারে যে পৃথিবীর যেকোন দেশকে ধ্বংস করে দিতে সক্ষম। মহাকাশে ভেসে বেড়ানো এই উল্কাপিণ্ড পৃথিবীর অভিকর্ষ সীমানার মধ্যে চলে এলে, এরা ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে। এরা প্রচন্ড গতিতে আসার জন্য বায়ুমণ্ডলের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে। তবে অধিকাংশ উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের ঘর্ষণে পুড়ে ছাই হয়ে যায়, তাই পৃথিবীপৃষ্ঠে আসতে পারে না।
22শে এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে 23 শে এপ্রিল ভোর চারটে পর্যন্ত দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা। ঘণ্টায় প্রায় কুড়ি থেকে 22 টি উল্কা দেখা যাবে। একঘেয়েমি লকডাউন জীবনে একটু আলোর ঝলকানি দেখতে পাবো আমরা।
Your email address will not be published. Required fields are marked *