দেশজুড়ে লকডাউন-এর মধ্যেও ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক । ব্যাংকের সমস্ত কাজই চলছে স্বাভাবিক নিয়মে, কিন্তু মে মাসের ছুটির তালিকা টা একটু বড় । রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী ১৩ দিন বন্ধ থাকবে সমস্ত ব্যাংক ।
মে মাসের ১৩ টি ছুটির মধ্যে মে দিবস, ঈদ, বুদ্ধপূর্ণিমার ছুটির পাশাপাশি বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা ছুটি আছে। ১৩ টি ছুটির মধ্যে পাঁচটি আবার রবিবার আছে, দুটি শনিবারের ছুটিও আছে।
৩, ১০, ১৭, ২৩, ৩১ মে রবিবারের জন্য ছুটি থাকবে। ৯ই মে এবং ২৩শে মে দ্বিতীয় ও চতুর্থ শনিবারের জন্যে বন্ধ থাকবে ব্যাংক।
তারিখ | ছুটির কারণ |
---|---|
১লা মে | মে দিবস |
৭ই মে | বুদ্ধপূর্ণিমা |
৮ই মে | রবীন্দ্র জয়ন্তী |
২১শে মে | জম্মু ও শ্রীনগরে সব-এ-কদর |
২২ মে | জম্মু ও শ্রীনগরে জুম্মত-উল-বিদার |
২৫শে মে | ঈদের ছুটি |
Your email address will not be published. Required fields are marked *