Kolkata, Ind  weather   HI:  29.260   LO:  17.800 Delhi, Ind  weather   HI:  29.260   LO:  17.800 Mumbai, Ind  weather   HI:  29.260    LO:  17.800 About Contact Sing up Log in
Knowledge4cast LOGO
   BREAKING NEWS :   NEW  ভারতে করোনায় মোট আক্রান্ত 2.44Cr জন রাজ্যে করোনায় মোট আক্রান্ত 10.9L,মোট সুস্থ হলো 9.5L জন বিদ্যুত্‍ দফতরের হেল্পলাইন নম্বর ৭৪৪৯৩০০৮৪০, ৯৪৩৩৫৬৪১৮৪ রাজ্য সরকারের কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-৩৫২৬ ভারতে করোনায় মৃত বেড়ে 2.66L

দেখুন প্রকাশিত হওয়া করোনা ভাইরাস সংক্রান্ত জেলা ভিত্তিক পরিসংখ্যান-

by SANKAR GOSWAMI - 2020-05-09 03:32:59 1099 Views 0 Comment
করোনা ভাইরাস
করোনা ভাইরাস

রাজ্যের করোনা ভাইরাস সংক্রান্ত খবর প্রকাশ হল ৭ই মে।  খবরে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন  ৯২ জন এবং সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের ।
জানানো হয় এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১ হাজার ৫৪৮ জন কোভিড ১৯ অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১ হাজার ১০১ জন রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন।
পাশাপাশি গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭ জন আক্রান্তের, সুতরাং এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ৭৯ জনের মৃত্যু হয়েছে ।
অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ১৫১। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ২৯৬ জন।


দেখুন প্রকাশিত হওয়া জেলা ভিত্তিক পরিসংখ্যান-

                            WB Corona Update                                                      

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Others News