রাজ্যের করোনা ভাইরাস সংক্রান্ত খবর প্রকাশ হল ৭ই মে। খবরে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৯২ জন এবং সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের ।
জানানো হয় এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১ হাজার ৫৪৮ জন কোভিড ১৯ অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১ হাজার ১০১ জন রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন।
পাশাপাশি গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭ জন আক্রান্তের, সুতরাং এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ৭৯ জনের মৃত্যু হয়েছে ।
অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ১৫১। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ২৯৬ জন।
দেখুন প্রকাশিত হওয়া জেলা ভিত্তিক পরিসংখ্যান-
Your email address will not be published. Required fields are marked *