করোনাভাইরাস লকডাউনের মাঝে ওড়িশা, অন্ধ্র প্রদেশ এবং পশ্চিমবঙ্গ একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে যার নাম আম্ফান। তাইল্যান্ড প্রদত্ত নাম আমফান, ঘূর্ণিঝড় পরিণত হতে পারে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে | আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মঙ্গল-বুধবারের মধ্যে ১৭০-২০০ কিমি/ ঘন্টা বেগে ধেয়ে বাংলায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় আমফান, সেই সঙ্গে সঙ্গী হবে প্রবল ঝড় বৃষ্টি।আসন্ন পরিস্থিতি বিবেচনায় ওড়িশা সরকার উপকূলীয় ১২ টি জেলা বিশেষত উত্তরের জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক এবং বালাসোরের জেলাকে সতর্ক করে দিয়েছে।
জলভাগকে ছেড়ে যত বেশি স্থলভাগের দিকে এগোবে এই ঝড়ের শক্তি ততই দুর্বল হয়ে পড়বে। তবে ঠিক কতটা শক্তি নিয়ে স্থলভাগে ঢুকবে, তা স্থির করতে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। বর্তমানে দিঘা থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে এবং ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ১০৬০ কিমি দূরে রয়েছে আমফান। তবে ঠিক কখন এবং কিভাবে ধেয়ে আসবে, তা সঠিকভাবে এখনই বলা সম্ভব হচ্ছে না বলে জানালেন কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
আসন্ন ঘূর্ণীঝড়ের আশঙ্কায় সমদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে মৎস্যজীবীদের। বিশেষত যারা গভীর সমুদ্র এবং বঙ্গোপসাগরের দিকে রয়েছেন তাঁদের আগামী সোমবাররে মধ্যেই স্থলভাগে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর এলাকা থেকে মৎস্যজীবীদের বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরতে নিষেধ করা হয়েছে।
Your email address will not be published. Required fields are marked *