আমরা সকলেই জানি করোনা ভাইরাস পুরো বিশ্বকে গ্রাস করেছে, তার থেকে বাঁচার জন্য লোকডাউন-ই হলো একমাত্র দাবাই | মানুষ যদি বাড়ির মধ্যে থাকে তাহলে এই ভাইরাস থেকে বাঁচা সম্ভব | এতদিন তাই ভারতে ৩রা মে পর্যন্ত লকডাউন ছিল।
আজ স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে ৪ঠা মে থেকে আরও দুই সপ্তাহ বাড়ানো হচ্ছে তৃতীয় দফার লকডাউন, ১৭ ই মে পর্যন্ত চলবে লকডাউন।
করোনা যেই হারে মানুষকে কাবু করছে তারই জন্যে লকডাউন আরো বাড়ানো হলো, এই দুই সপ্তাহ খুবই করাকরি থাকবে। রাজ্যগুলি চাইলে ১৪৪ ধারা জারি করতে পারে। কেন্দ্র থেকে সেইরকমই জানানো হয়েছে। সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাইরে বেরোনা যাবে না। জরুরী পরিষেবার সাথে যারা যুক্ত তারাই বাইরে বেরোতে পারবে।
৬৫ বছরের ঊর্ধ্বে, অসুস্থ ও গর্ভবতী মহিলাদের কোনোমতেই বাইরে যাওয়া চলবেনা বলে জানিয়েছে । কন্টেইনমেন্ট জনে যাতায়াত বন্ধ থাকবে।কন্টেইনমেন্ট ও রেড জনে সম্পূর্ণ লকডাউন থাকবে। যেকোনো জমায়েতে নিষেধাজ্ঞা
স্কুল-কলেজ ও যে কোনো রকমের শিক্ষাপ্রতিষ্ঠান,উড়ান,রেল ও মেট্রো পরিষেবা বন্ধ থাকবে
Your email address will not be published. Required fields are marked *
Souvik Samanta... Good job ????????????
Stay home stay safe