আপনারা সক্কলে জানেন, সোনু কি অতিমানবীয় কাজটি করছেন । আটকে থাকা অসংখ্য পরিযায়ী শ্রমিকদের জন্য নিজের খরচায় বাস ভাড়া করে তাদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। সবটাই করেছেন সরকারের অনুমতি নিয়েই ।
শুরুটা হয়েছিল এই মাসের শুরুর দিকে । রাস্তায় খাবার দিতে বেড়িয়ে সোনু বুঝতে পারেন আটকে পড়া মানুষগুলোর বাড়ি ফেরার আকুতি । একদা ঘর ছেড়ে মুম্বাইতে পাড়ি জমানো সোনু বুঝতে পারেন শিকড়ের টান । শুরু হয় কাজ । প্রথম বাসে তিনশো জন পরিযায়ী শ্রমিক কর্ণাটকের পথে রওনা দেন । পরিযায়ী শ্রমিকদের সব দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা। টুইটারেও রীতিমতো ট্রেন্ডিং হতে শুরু করেছেন সোনু। তবে তিনি এই বিষয়ে কোনো নিউজের দৃষ্টি আকর্ষণ করেননি।
সেই শুরু । রোজ শয়ে শয়ে মানুষকে ঘরে ফেরাচ্ছেন তিনি । কর্নাটক, উত্তর প্রদেশ, বিহার । আয়োজন হচ্ছে বাসের । প্রতিটি বাস পিছু খরচ লাখ খানেক টাকা । বাসে রাখা থাকছে জল, খাবার । ফোন করতে হচ্ছে প্রশাসনকে, যেন স্টেট-বর্ডারগুলিতে যেন বাসগুলো আটকানো না হয় । প্রতিটি বাস যাত্রার আগের মুহূর্তে সোনু নিজের হাতে নারকেল ফাটাচ্চেন। বাসের মানুষগুলোর মুখে হাসি, চোখে জল । পুরো ব্যাপারটাই হচ্ছে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে। ৬০ জনের বসার বাসে ৩৫ জন শ্রমিক যাচ্ছেন।
দিনে প্রায় একুশ ঘন্টা কাজ করছেন মানুষটি ও তার সহপাঠীরা । অবিরত ফোন বাজচে , টুইটারে আসছে অসংখ পরিযায়ীদের মেসেজ । ঘরে ফেরা মানুষ একবারটি তার সাথে কথা বলতে চায় । কেউ ভয়েস মেসেজ পাঠাচ্ছে । আবার এখনও ফিরতে না-পারা মানুষরা তাদের মধুসূদন দাকে স্মরণ করছে । সব মেসেজের, সব ফোনের উত্তর দিচ্ছেন তিনি ।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ১০ হাজার শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন সোনু ও নীতি। সবটাই নিজেদের অর্থে। অভিনেতা জানান, যতক্ষণ না সব শ্রমিক নিজেদের বাড়ি পৌঁছাচ্ছেন ততক্ষণ তিনি থামবেন না।
এতো কিছুর মধ্যেও সম্প্রতি একজন টুইটার ব্যবহারকারী ব্যাঙ্গ করে সোনুকে বলেন, তিনি ঘরে আটকে রয়েছেন। তাঁকে মদের আসরে পৌঁছে দিতে। উত্তর দিতে দেরি করেননি অভিনেতাও। তিনিও পাল্টা বলেন, মদের ঠেক থেকে বাড়ি তিনি পৌঁছে দিতে পারবেন। যদি প্রয়োজন পড়ে তাহলে জানাতে।
भाई मैं ठेके से घर तक तो पहुँचा सकता हूँ । ज़रूरत पड़े तो बोल देना ? https://t.co/tneToRoEXn
— sonu sood (@SonuSood) May 24, 2020
Your email address will not be published. Required fields are marked *
Ami dese jabo
Amra khate pachina . r taka nai visson kharap obostai achi plz halp me deshe jete chai
vissonn obosta kharap . r taka nai . deshe jete chai . plz halp me sir
boycott china...