ব্যাঙ্ক জালিয়াতদের হাত থেকে বাঁচতে গ্রাহকদের ৬টি বিষয়ে সতর্ক করল SBI। অনেক সময় সাধারণ মানুষ ব্যাংক জালিয়াতির শিকার হন। তাই ব্যাংক অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখতে ৬ টি গুরুত্বপূর্ণ তথ্য জানালো SBI।
১.ইএমআই বা ডিবিটি বা তহবিলের সঙ্গে সম্পর্কিত যে কোনও লিঙ্কে OTP বা ব্যাঙ্কের বিশদ জানতে চাইলে ক্লিক না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
২. যে কোনো লিংকে না জেনে হুট করে প্রবেশ না করা। বিশেষত নগদ পুরষ্কার বা চাকরির সুযোগ দেওয়ার দাবি করে এরকম কোন লিঙ্কে প্রবেশ না করা।
৩. ব্যাংক কর্তৃপক্ষ কখনোই ফোন করে বা এসএমএস এর মাধ্যমে কোনো ব্যক্তির ব্যাংক যাবতীয় তথ্য জানতে চায়না।
The key to safe banking is vigilance. SBI has laid out six important protocols that our customers must follow in order to safeguard their personal information from fraudsters. Be Safe. Bank Safe. SBI StateBankOfIndia BeSafe BankSafe SafetyTips pic.twitter.com/3ofVr9v25y
— State Bank of India (@TheOfficialSBI) April 23, 2020
৪.সময় অনুযায়ী ব্যাংক সম্পর্কিত বিভিন্ন পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত।
৫. SBI কর্তৃপক্ষ এর সাথে কোনো বিষয়ে যোগাযোগ করতে হলে, ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বর এবং ই-মেলে যোগাযোগ করুন।
৬.কোনো ভুয়ো ফোন যদি আসে সেক্ষএে তাড়াতাড়ি স্থানীয় প্রশাসনকে জানান।
Your email address will not be published. Required fields are marked *