যখন সমগ্র বিশ্ব দিন রাত এক করে করোনা-র সমাধান খুঁজতে ব্যস্ত,ইতালির একদল বিশেষজ্ঞর দাবি তাদের তৈরী ভ্যাকসিন মানব দেহে SARS COV-2 প্রতিরোধে সক্ষম।
এখনো পর্যন্ত প্রায় একশো-র বেশি ভ্যাকসিন এর পরীক্ষা চলছে,কয়েকটি পৌছেছে হিউমান ট্রায়াল এ,ইতিমধ্যে ইতালির একটি বহুজাতিক কোম্পানী Takis biotech এর সিইও Luigi Aurisicchio দাবি করেন তাদের তৈরী ভ্যাকসিন, লাইভ এক্সপেরিমেন্টাল এনিম্যাল ইঁদুরের শরীরে এন্টিবডি তৈরিতে সক্ষম,এবং মানব দেহেও তা সমানভাবে কার্যকরী।
ইঁদুরের শরীরে উৎপন্ন এন্টিবডি করোনা আক্রান্ত মানব দেহে ইনজেকশন এর মাধ্যমে প্রবেশ করানোর পর আশানুরূপ ফল পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
ইতালির একটি সংবাদ সংস্থা ANSA কে দেওয়া বিবৃতি তে Luigi বলেন এটি এখনো পর্যন্ত তৈরী ভ্যাকসিন এর মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী,
যত শীঘ্র সম্ভব ভ্যাকসিন টির হিউমান ট্রায়াল শুরু হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন এটি কোনো প্রতিযোগিতা নয় এই পদ্ধতি টির দ্রুতিকরণ এর জন্য তারা অন্যান্য দেশ এর ও সহযোগিতা আশা করেন।
Rome's Infectious disease spallanzani institute এর একদল গবেষক এর নেতৃত্বে এই পরীক্ষাটি হয় এবং মোট ৫ টি ভ্যাকসিনের মধ্যে সেরা ২টি কে বেছে নেন তারা।
নতুন এই ভ্যাকসিন টি করোনা ভাইরাস এর স্পাইক প্রোটিনের জেনেটিক মেটেরিয়াল এর ওপর ভিত্তি করে তৈরী করা হয়েছে এবং এর একটি ডোজ ই করোনা প্রতিরোধ এ সক্ষম বলে দাবি করেন তারা।
ইলেক্ট্রপোরেশন পদ্ধতির মাধ্যমে ভ্যাকসিন টি মানব দেহে প্রবেশ করানোর জন্য প্রথমে ইন্ট্রামাস্কিউলার ইনজেকশন এবং তার পর ইলেকট্রিক পালস্ এর দ্বারা এই পদ্ধতিটি সম্পন্ন করা হবে।
আশা রাখা যায় খুব শিঘ্রই এই ভ্যাকসিন টি মহামারী থেকে মানবসভ্যতা কে রক্ষা করতে সফল হবে।
Your email address will not be published. Required fields are marked *