নয়াদিল্লি থেকে ছেড়ে নিচের স্টেশনে পৌছবে :
ডিব্ৰুগড় | আগরতলা | হাওড়া |
রাজেন্দ্রনগর | বিলাসপুর | রাঁচী |
ভুবনেশ্বর | সেকন্দরাবাদ | বেঙ্গালুরু |
চেন্নাই | তিরুঅনন্তপুরম | আমদাবাদ |
মদগাঁও | মুম্বই সেন্ট্রাল | জম্মু-তাওয়াই |
০২৩০১ হাওড়া - নয়াদিল্লি :
স্টেশন | সময় |
হাওড়া | বিকেল 5.05 |
আসানসোল জংশন | সন্ধ্যা 7.11 - 7.13 |
ধানবাদ জংশন | রাত 8.10 - 8.15 |
গয়া জংশন | রাত 10.34 - 10.37 |
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় | রাত 12.45 - 12.55 |
প্রয়াগরাজ জংশন | রাত 2.40 - 2.42 |
কানপুর সেন্ট্রাল | ভোর 4.47 - 4.52 |
নয়াদিল্লি | সকাল 10.00 |
০২৩০২ নয়াদিল্লি - হাওড়া :
স্টেশন | সময় |
নয়াদিল্লি | বিকেল 4.55 |
কানপুর সেন্ট্রাল | রাত 9.32 - 9.37 |
প্রয়াগরাজ জংশন | রাত 11.37 - 11.39 |
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় | রাত 1.44 - 1.54 |
গয়া জংশন | রাত 3.55 - 3.58 |
ধানবাদ জংশন | সকাল 6.35 - 6.40 |
আসানসোল জংশন | সকাল 7.28 - 7.30 |
হাওড়া | সকাল 9.55 |
এছাড়াও বাকি ট্রেনের তালিকা রেল মন্ত্রক থেকেই টুইট করে জানানো হয়েছে।
Timings of Special Trains to be run w.e.f. 12.05.20 pic.twitter.com/mVzMCNwzBa
— Ministry of Railways (@RailMinIndia) May 11, 2020
Your email address will not be published. Required fields are marked *