সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও লজ্জা নেই পাকিস্তানের। যখন সারা বিশ্বের প্রতিটি দেশ কোন ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিজ্ঞাবদ্ধ ঠিক এর মধ্যেই সসংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি ছোঁড়ার পাশাপাশি সীমান্তের ওপার থেকে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে পাকিস্তান। কাশ্মীরের বিভিন্ন জায়গাতে নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তাদের মদতপুষ্ট জঙ্গিরা।
কাশ্মীরের উত্তর দিকে রাজধানী শ্রীনগর থেকে ৭০ কিমি দূরে হান্ডিওয়ারা এলাকার চাঞ্জমুল্লা গ্রামে রাতভর গুলির লড়াইয়ে সেনার এক কর্নেল সহ পাঁচ জন শহিদ হয়েছেন। সেনা সূত্রে খবর, মৃতদের মধ্যে একজন কম্যান্ডিং অফিসার, একজন ২১ রাষ্ট্রীয় রাইফেল, ২ সেনা ও একজন জম্মু-কাশ্মীরের পুলিশ।
গোয়েন্দা সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতেই গত কয়েক দিন ধরে কুপওয়ারার হান্দওয়াড়ার ঘন জঙ্গল ও গ্রামগুলিতে জঙ্গিদের খোঁজ চলছিল। অবশেষ শনিবার বিকেলে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে, জোরদার অপারেশনে নামে বাহিনী।
ভারতীয় গোয়েন্দারা নিরাপত্তা বাহিনীকে ইতিমধ্যে সতর্ক করেছেন | পাকিস্তান সেনার সাহায্য নিয়ে, ১১ মে দিনটিকে মাথায় রেখে ২৫ থেকে ৩০ জঙ্গি কাশ্মীর সীমান্ত দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করে। কাশ্মীরের একাধিক জায়গায় একাধিক আত্মঘাতী হামলার মারাত্মক পরিকল্পনার ছক কষেছে পাক মদতপুষ্ট সংগঠন জইশ-ই-মহম্মদ।
Your email address will not be published. Required fields are marked *