সীমান্তে চিন ভারতের সাথে যে দুর্ব্যবহার করেছে তার জবাব তো আমাদের সেনারাই দেবে । তবে এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার ভারতের জনগন চিনের পণ্য বয়কটের জন্য একজোট হয়েছেন । আজ আলোচনা করবো ভারতে স্মার্টফোন ব্যবহারকারীরা চিনের উপর কতটা নির্ভরশীল এবং চায়না ব্র্যান্ড বয়কট করলে আমাদের স্মার্ট ফোনের উপর কতটা প্রভাব পরবে সেটা নিয়ে ।
বর্তমান পরিস্থিতির উপর বিশ্লেষণ করলে আশা করা যায় চায়না কোম্পানিগুলিকে আগামি দিনে ভারতে ব্যবসা করতে হলে খুব বড় বিপদের সম্মুখীন হতে হবে ।স্বাভাবিকভাবেই স্মার্ট ফোনের বিক্রি আগের থেকে অনেকটাই কমে যাওয়ার সাথে সাথে চায়না অ্যাপ -এর ব্যবহার কমে যাবে । আমাদের সকলের স্মার্ট ফোনের কিছু না কিছু পার্টস চাইনিজ হবার সাথেই ইনসটল করা কিছু অ্যাপও যে চায়না সেটা আমরা সকলেই কম বেশি জানি । Tik-Tok, Vigo Video, We Chat, Shareit, Xender, LIKE, Pub-G, Cam Scanner এর মত কিছু জনপ্রিয় অ্যাপ এর পাশাপাশি মোট ৫২ টি চায়না অ্যাপ এর ব্যবহারকারীদের সুরক্ষা সংস্থা থেকে সাবধান করে দেওয়া হয়েছে । সংস্থা থেকে বলা হয়েছে এই অ্যাপ এর ব্যবহারকারীদের যাবতীয় তথ্য দেশের বাইরে চলে যাবার সম্ভাবনা প্রবল । সুরক্ষা সংস্থা থেকে ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে এই অ্যাপ গুলি ভারতে ব্যবহার করার উপর নিসেধাজ্ঞা জারি করা হোক ।
সাধারনত আপনি কোন অ্যাপ আপনার স্মার্ট ফোনে রাখবেন সেটা পুরোপুরি আপনার পছন্দ, কিন্তু যে অ্যাপ এর মাধ্যমে আপনার ফোনের সমস্ত তথ্য বাইরের দেশে চলে যাচ্ছে সেটা জানার পরেও যদি, আপনি কোনও পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে সেটা আপনার এবং গোটা দেশের পক্ষেই বিপদ্দজনক । সারা বিশ্ব Google, Facebook, Whatsapp এর মত কিছু জনপ্রিয় অ্যাপ ব্যবহার করলেও চিনের জনগন এই গুলির বিকল্প কিছু চায়না অ্যাপ প্রস্তুত করে ব্যবহার করছে । যেমন Google এর বিকল্প UC Browser, Google.com এর বিকল্প Baidu.com, WhatsApp এর বিকল্প WeChat, YouTube এর বিকল্প YouKu, Twitter এর বিকল্প Weibo চিনারা ব্যবহার করে থাকেন । এরফলে তাদের অর্থনীতির চাকা মজবুত থাকে । তাহলে যদি চিন করতে পারে আমরা ভারতীয়রা কেন পারবো না ।
জানি সবকিছুর জন্য একটা নির্দিষ্ট সময় লাগে, তাও চেষ্টা করে দেখতে তো কোনও দোষ নেই । আসুন দেখেনিই কয়েকটি চায়না অ্যাপ এর নাম যেগুলি আমার, আপনার এবং সারাদেশের পক্ষে বিপদজনক Full List: TikTok, Zoom, Vault-Hide, Vigo Video, Bigo Live, Weibo, WeChat, SHAREit, UC News, UC Browser, BeautyPlus, Xender, ClubFactory, Helo, LIKE, Kwai, ROMWE, SHEIN, NewsDog, Photo Wonder, APUS Browser, VivaVideo- QU Video Inc, Perfect Corp, CM Browser, Virus Cleaner (Hi Security Lab), Mi Community, DU recorder, YouCam Makeup, Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser, DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah, CacheClear, DU apps studio, Baidu Translate, Baidu Map, Wonder Camera, ES File Explorer, QQ International, QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music, QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings, Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space |
Your email address will not be published. Required fields are marked *
Vivavideo ta delete hochhe na kno?