চলে গেলেন বলিউডের নামকরা অভিনেতা ইরফান খান। কোলন সংক্রমণের কারণে মাত্র দুদিন আগেই মঙ্গলবার তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সমস্যা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। বুধবার সকালে সেখানেই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোলন ইনফেকশনের কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
২০১৮ সালের ৫ মার্চ টুইটারের নিজের গুরতর অসুস্থতার কথা জানান ইরফান খান। এরপর ১৬ মার্চ তিনি আরেকটি বিবৃতিতে জানান, তার নিউরোএনডোক্রিন টিউমার ধরা পড়েছে। তিনি দীর্ঘদিন লন্ডনে চিকিৎসাও নিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে তার সম্পর্কে কিছু শোনা যায়নি। ২০১৯ সালে শারিরীক অবস্থার উন্নতি হলে তিনি 'আংরেজি মিডিয়াম' ছবির কাজ শুরু করেন। চলতি বছরের মার্চে 'আংরেজি মিডিয়াম' ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে ছবির প্রচারণায় থাকতে পারেননি তিনি। ছবির ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানেও তিনি ছিলেন না।
তিনি যে জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছে গেছেন, সৃষ্টিকর্তা এই বার্তা বোধহয় ইরফান খানকে আগেই দিয়ে দিয়েছিলেন। হাসপাতালে ভর্তির কয়েকদিন আগে টুইটারে দেয়া অভিনেতার একটি আবেগঘন স্ট্যাটাস সে কথাই বলছে। কী লেখা ছিল সেই স্ট্যাটাসে?
ইরফান লিখেছিলেন,
আমার বাজি ছিল অন্যরকম। দ্রুতগতির একটি ট্রেনে ঘুরছিলাম। স্বপ্ন, পরিকল্পনা, আকাঙ্ক্ষা ও লক্ষ্য ছিল। এগুলোকে ঘিরে খুব ব্যস্ত ছিলাম। হঠাৎ কেউ আমার কাঁধে টোকা দিলো। আমি পিছু ফিরে তাকালাম। তিনি টিকিট কালেক্টর। আমাকে জানালেন, ‘আপনার গন্তব্য চলে এসেছে। অনুগ্রহ করে নামুন।’ আমি দ্বিধাগ্রস্ত হয়ে বললাম, ‘না না, আমার গন্তব্য আসেনি।’ টিকিট কালেক্টর বললেন, ‘না, এটাই আপনার গন্তব্য।
Mr. Champak’s state of mind: Love from the inside, making sure to show it outside! ? #AngreziMedium now streaming on @DisneyplusHSVIP: https://t.co/z23Vlobb77#KareenaKapoorKhan @radhikamadan01 #DeepakDobriyal #DineshVijan #HomiAdajania #DimpleKapadia @RanvirShorey pic.twitter.com/SiWA2TK1OJ
— Irrfan (@irrfank) April 12, 2020
প্রখ্যাত অভিনেতা ইরফান খানের মৃত্যুর খবর টুইটারের মাধ্যমে জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন তার প্রিয় বন্ধু বলিউড পরিচালক সুজিত সরকার। এছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেতার মৃত্যুতে শোক এবং পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছিলেন বলিউডের বহু তারকা। পিকু, তলওয়ার, লাঞ্চ বক্সের মত ছবিতে তাঁর অভিনয় দক্ষতা মনে রাখার মত। শুধু বলিউড নয়, হলিউডেও দক্ষতার ছাপ রেখেছেন তিনি। লাইফ অফ পাই, জুরাসিক ওয়ার্ল্ডের মত ছবিতেও দেখা গিয়েছে অভিনেতাকে।
এদিকে ইরফান খানের মৃত্যুর মাত্র তিন দিন আগে অর্থাৎ গেল শনিবার রাজস্থানের জয়পুরে বার্ধক্যজনিত কারণে মারা যান তার মা সাইদা বেগম। সে সময় মুম্বাইয়ে আটকা থাকায় প্রয়াত মাকে দেখতে আসতে পারেননি ইরফান। এমনকী, অংশ নিতে পারেননি শেষকৃত্যেও। মাত্র চার দিনের মাথায় তার শেষকৃত্যেরও আয়োজন চলছে।
Your email address will not be published. Required fields are marked *