ভ্রমণপিপাসু বাঙালির কথা মাথায় রেখে আনলক ওয়ানে শর্তসাপেক্ষে খুলছে পাঁচটি পর্যটন কেন্দ্রের দরজা। সেকথাই ঘোষণা করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। বাঙালিররা কি আর বেড়াতে না গিয়ে বেশিদিন ঘরবন্দি থাকতে পারেন?
বুধবার পর্যটন দপ্তরের শিলিগুড়ির কার্যালয় মৈনাক টুরিস্ট লজে সাংবাদিক বৈঠক করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। সেখানে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। গৌতম দেব বলেন, “ডায়মণ্ড হারবার, বিষ্ণুপুর, মাইথন, রাঙাবিতান ও ডুয়ার্সের টিলাবাড়ির দরজা আপাতত পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামী ৮ জুন থেকে এই পাঁচটি জায়গার টুরিস্ট লজগুলি অনলাইনে বুকিংও করতে পারবেন ভ্রমণপিপাসুরা। প্রথম ধাপে এই ৫টি পর্যটনকেন্দ্র খোলা হবে। আগামীতে আরও পর্যটনকেন্দ্র ধীরে ধীরে খোলা হবে।
স্কুল, কলেজের পাশাপাশি কিছু পর্যটন আবাসকেও কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান পর্যটন মন্ত্রী। তার মধ্যে রয়েছে শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজ, রায়গঞ্জের দিনান্তে এবং জলদাপাড়ার অরণ্য টুরিস্ট লজ। প্রথম ধাপে পাঁচটি পর্যটন কেন্দ্র খোলায় খুশি পর্যটন সার্কিট।
Your email address will not be published. Required fields are marked *