করোনার মধ্যেই আমেরিকাতে ভয়ঙ্কর ভিমরুলের উৎপাত, এশিয়ান হরনেট প্রজাতির ভিমরুলের উপদ্রব বেড়েছে নিউইয়র্ক নিউ জার্সির মতন শহরে। আড়াই ইঞ্চি লম্বা ভিমরুলের এই বিষ মারাত্মক। দু-তিনবার হুল শরীরে ঢুকলে মৃত্যু নিশ্চিত।
ওয়াশিংটন কৃষি দপ্তরের দাবি নিউ ইয়র্কের বেশ কয়েকটি মৌচাকের কাছে দেখা মিলেছে এই ধরনের ভিমরুলের। পাশাপাশি অঞ্চলেও ঘোরাফেরা করতে দেখা গেছে কানাডার সীমান্তবর্তী অঞ্চলে খোঁজ মিলেছে তাদের,এই নিয়ে রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়েছে মার্কিন মুলুকে।
মার্কিন পতঙ্গ বিদ স্বেন এরিক স্পিচিগের দাবি ভিমরুলের এই প্রজাতি ভেসপা মান্দরিনিয়া। পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই প্রজাতির ভিমরুল বেশি দেখা যায়। ভেসপা মান্দরিয়ানদের বলা হয় এশিয়ান হরনেট। জাপানি ভিমরুল বা জাপানি জায়েন্ট হরনেট আকারে বিশ্বের সবচেয়ে বড় ভিমরুল,ভেসপারা এদেরই কাছাকাছি, তবে আকার একটু ছোট। এই ভিমরুল দুই থেকে আড়াই ইঞ্চি লম্বা ডানা ছড়ালে প্রায় ৭৫ মিলিমিটার। এই ভেসপাদের বলে মরণ ভিমরুল, কারণ এদের হুলে যে পরিমান বিষ থাকে তাতে একজন পূর্ণবয়স্ক মানুষ নিমেষে কাবু হয়ে যেতে পারে।
মার্কিন পতঙ্গবিদ বলছেন এই ভিমরুলের ৬ মিলিমিটার হুল জামা কাপড় ভেদ করে শরীরে ঢুকতে সক্ষম।এই ভিমরুলের আরেকটি প্রবণতা হলো এরা শিকারের শরীরে বারবার হুল ফোটাতে থাকে,একবারে যে বিষ শরীরে প্রবেশ করে বারবার হুল ফোটানোর কারণে সারা শরীরে সেই বিষ ছড়িয়ে পড়ে। এর টক্সিন উপাদান রক্তের মাধ্যমে শরীরের নানান অঙ্গে ছড়িয়ে পড়ে যার পরিণতি মৃত্যু।
#ICYMI Here is our image comparing #AsianGiantHornet to other flying insects. No, its name is not the #murderhornet pic.twitter.com/cwIgIPGC1t
— WA St Dept of Agr (@WSDAgov) May 3, 2020
Your email address will not be published. Required fields are marked *