অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের রাসায়নিক প্লান্ট থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পরে। এই দুর্ঘটনাতে এক শিশু সহ আটজন মারা গেছে বলে জানা গেছে। ৫০০০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাম্বুলেন্স, ফায়ার ইঞ্জিন ও পুলিশ সদস্যরা রাসায়নিক প্ল্যানেটে পৌঁছেছে ।
টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর, প্রায় এক হাজারেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন এই গ্যাস দুর্ঘটনাতে । জানা গেছে, ভোর তিনটার দিকে নাইডুথোটা এলাকার কাছে আরআর বেঙ্কটপুরমের এলজি পলিমারস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের থেকে গ্যাস নির্গত হতে দেখা যায় ।
কর্মকর্তারা জানিয়েছেন, জেলার আরআর বেঙ্কটপুরমের এলজি পলিমারস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রাসায়নিক গ্যাস প্লান্টের নিকটবর্তী বাসিন্দারা তাদের চোখে জ্বালা এবং শ্বাসকষ্টের কথা জানিয়েছে । তাদের তাত্ক্ষণিক হাসপাতালে নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে।
গ্রেটার বিশাখাপত্তনম পুরনিগমের তরফে ট্যুইটে জানানো হয়েছে, 'গোপালপটনমের এলজি পলিমারসে গ্যাস লিকের ঘটনা ঘটেছে। আগাম সতর্কতা নিতে এই অঞ্চলের মানুষদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হচ্ছে।'
CORE & VULNERABLE AREAS MAP OF PVC GAS LEAKAGE. REQUESTING CITIZENS TO USE WET MASKS OR WET CLOTH TO COVER YOUR NOSE AND MOUTH. pic.twitter.com/7u9U5zDBLN
— Greater Visakhapatnam Municipal Corporation (GVMC) (@GVMC_OFFICIAL) May 7, 2020
অন্তত শতাধিক মানুষকে রাস্তায় হুড়োহুড়ি করতে দেখা গিয়েছে। শোনা গিয়েছে সাইরেন। যাঁরা অসুস্থ বোধ করেছেন, তাঁদের কোলে করে নিয়ে যেতে দেখা গিয়েছে মাস্ক পরা মানুষজনকে। অ্যাম্বুল্যান্স না-পেয়ে অনেকে ডিভাইডারের উপরই বসে পড়েছেন। স্থানীয়দের মোবাইলে তোলা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। উদ্ধারকাজ চালাচ্ছে NDRF ও SDRF দল।
Your email address will not be published. Required fields are marked *