ভিন্রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক ফেরানোর জন্য আরও ১০৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিজেই টুইট করে জানালেন সে কথা। কবে কোন রাজ্যের কোন শহর থেকে পশ্চিমবঙ্গের কোন শহরের জন্য ট্রেন ছাড়ছে, তার তালিকাও প্রকাশ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের ওয়েবসাইটে।
বৃহস্পতিবার দুপুর ২টো ৬ মিনিটে টুইট করে মুখ্যমন্ত্রী জানান , ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের রাজ্যের যাঁরা দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন এবং পশ্চিমবঙ্গে ফিরতে চাইছেন, তাঁদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণ করার জন্য আমরা অতিরিক্ত ১০৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি।’’ মুখ্যমন্ত্রী আরও লিখেছেন যে, আগামী দিনগুলিতে এই ট্রেনগুলি দেশের নানা প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের লোকজনকে নিয়ে রওনা হয়ে গোটা রাজ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন গন্তব্যে পৌঁছবে।
Towards our commitment to helping all our people stuck in different parts of the country and who want to return back to Bengal, I am pleased to announce that we have arranged 105 additional special trains. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) May 14, 2020
মুখ্যমন্ত্রী নিজের টুইটেই রাজ্য সরকারের একটি ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করেছেন। কবে কোন রাজ্যের কোন শহর থেকে পশ্চিমবঙ্গের কোন শহরের জন্য ট্রেন ছাড়বে, তার বিশদ বিবরণ সেই লিঙ্কে রয়েছে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফেও বিশেষ ট্রেনের কথা জানানো হয়েছে। এ রাজ্যের বাসিন্দারা অন্য যে সব রাজ্যে আটকে রয়েছেন, সেই সব রাজ্যের সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই এই ট্রেনগুলি চালানোর ব্যবস্থা করা হয়েছে বলে স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে।
ট্রেন ও তার সময়সূচি https://wb.gov.in/pdf/Train_Schedule.pdf
Your email address will not be published. Required fields are marked *
Nashik to howrah train koba
Please i going to my house.
Please i going to my house.
Surat diye please r o train daw..1 ta ???? ki6u hoba ni..Amara to 5000 log a6i tahole ki kora jabo bari bolo..