সালটা 2020 আলিঙ্গন করে সালটাকে নিজের করতে চেয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি সে এতো নিষ্ঠূর নির্মম। আজ 6th এপ্রিল 2020 বন্দি আমি চার দেওয়ালে আমার সেই একলা ঘরে, কেন জানি না কে বা কারা ছড়িয়ে দিলো এই হিংসা। অনেক হিংসার মতো এই হিংসাটা না হলেও এটা ছিল বেশ তাজপর্য্যপূর্ণ এবং গভীর।যে হিংসা চোখে দেখা যায় না কানে শোনাও যায় না তাও আজ উন্নত জীব বড়ো একা হেরে গেছে সেই অণুজীব ওরফে হিংসার কাছে। কেমন যেন সবকিছুই এলোমেলো আর অগোছালো । গ্রাম থেকে শুরু করে রাজপথ সবই হয়েছে আজ কার্ফু জারি।
হিংসার ভয়ে কুন্ঠিত হয়ে বদ্ধ ঘরে আঁকিবুকি খেলা আর জানলার কাঁচের ওপারে নীল আকাশের কাটাকুটি খেলা দেখতে দেখতেই কোথায় যেন হারিয়ে যায় এই সংকীর্ণ মন। সন্ধ্যা নেমে এলো পাহাড়ের ঢাল বেয়ে নিশুতি যেন গ্রাস করলো সেই গভীর অরণ্যে শুরু হলো ঝি ঝি পোকার উন্মাদ নৃত্য, গাছেদের সারাদিনের জমে থাকা গল্প আর চারমিনারের সুখটানে সন্ধেটা এই ভাবেই কেটে গেলো রাতের তারা দেখতে দেখতে সন্ধেটাও কেমন যেন রাত হয়ে গেলো। রাতের খাবার সেরে বোকাবাক্সের দিকে দেখতেই দেখলাম চারপাশে শুধু হিংসার মাতামাতি। নিজেকে অনেকটা মেডিকেল কলেজ গুলোর সেই এনাটমি ক্লাসের স্কেলিটনটার মতো লাগছিলো শুধুই যেন বসে থাকে হতভম্ব হয়ে। এই পাশবিক বন্দিদশার শেষ কবে?? কবে কমবে এই হিংসা?? কবেই বা আবার দেখতে পাবো রাজপথের সেই জনস্রোত আর আমার ব্যস্ত শহরটাকে। ফিরে কি পাবো আগের জীবন টা জানি না কিছুই জানি না। তবে হ্যা মনে থাকবে সালটা ছিল 2020 ।
- সুমন হাজরা
Your email address will not be published. Required fields are marked *
sotti ja ho66e, a bochor tai kharap.
Kobe katbe ei year... 2020 ar lagche na valo....
satti r parchi na