আন্ডারকভার এজেন্ট৷ যা সব শুনলেই আপনার চোখে ভেসে উঠতে পারে সিআইএ, এফএসবি, এমআই সিক্স, মোসাদের মতো বিশ্বখ্যাত ,কারও কুখ্যাত, সব সিক্রেট সার্ভিস এজেন্সির নাম৷ কিংবা মনে পড়ে যেতে পারে কুখ্যাত সব মিলিটারি স্কোয়াডের কথা৷
১৯৪২ সালে নাৎসি কমান্ডার রেইনহার্ড হেড্রিককে হত্যা করার ছক কষেছিল ব্রিটেনের গুপ্তচর সংস্থা এসআই সিক্স। চেকোস্লোভাকিয়ার মিলিটারি বেস ক্যাম্প থেকে এই অপারেশনের জন্য দুজনকে নির্বাচিত করেছিল এমআই সিক্স। ১৯৪২ সালের ২৭ মে ঘটে সেই হত্যাকা্ণ্ড।
কীভাবে ঘটানো হয়েছিল এই দুঃসাহসীক হত্যাকাণ্ড? একটি ব্যস্ত রাস্তায় বাসের মধ্যে একেবারে জানালার ধারে বসেছিল ওই দুই এমআই সিক্স এজেন্ট। সেই সময়ে বাসের গা ঘেঁষে এসে দাঁড়া্য় কমান্ডার রেইনহার্ডের গাড়ি। তখনই একজন এজেন্টকে বাসের জানালা খুলে গুলি ছুঁড়তে দেখা যায়। আর তখনই যান্ত্রিক ত্রুটির কারণে বন্দুকের ট্রিগার আটকে যায়। সে সময় সেটা দেখতে পেয়েই পাল্টা গুলি চালায় কমান্ডার রেইনহার্ড। গাড়ি থেকে নেমে পড়েন তিনি। আর সে সময়ে আরেক এজেন্ট রেইনহার্ডের গাড়িতে গ্রেনেড ছুঁড়ে মারে। প্রবল বিস্ফোরণে গাড়িটি উড়ে যায়। কমান্ডার রেইনহার্ড মারাত্মকভাবে আহত হন। সে সময় বেঁচে গেলেও হাসপাতালে অপারেশনের কয়দিন পরেই মারা যান রেইনহার্ড।
Your email address will not be published. Required fields are marked *