গোখরো সাপ কে আঞ্চলিক ভাষায় অনেকে খরিশ বলে থাকেন। গোখরো. ইংরেজি নাম: Indian Cobra, Spectacled Cobra বৈজ্ঞানিক নাম : Naja naja, শ্রেণী: Reptilia, Elapidae গোত্রের এক প্রকার বিষাক্ত সাপ। এদের আদি নিবাস ভারত উপমহাদেশ ও তৎসংলগ্ন অঞ্চল। বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় এই সাপ দেখা যায়।
গোখরো ও কেউটের মধ্যে খুব বেশি চারিত্রিক পার্থক্য নেই দুটি বৈশিষ্ট্য প্রায় একই ধরনের।
পূর্ন বয়স্ক গোক্ষুর গোখরা প্রায় ১.৩৫ থেকে ১.৫ মি (৪.৪ থেকে ৪.৯ ফুট) হয়।
এর দুটি সরু, লম্বা বিষ দাত আছে। বিষদাঁতও সামনের দিকে অবস্থিত, ভেতরের দিকে বাঁকানো। ভারতবর্ষে বিষধর সাপদের মধ্যে গোখরোর বিষদাঁত সবচেয়ে বড় হয়। গোখরোর গায়ের আঁশ গোলাকার।
এটি ফণাযুক্ত বিষধর সাপ। গোখরোর ফণার পিছনে গরুর ক্ষুর বা পুরোনো দিনের ডাঁটি ছাড়া জোড়া-চোখো চশমার মত দাগ থাকে তার থেকে নাম গোক্ষুর। আবার ফণার পিছনে গোল দাগ থাকে তাই গোখরোর দুচোখার পরিবর্তে একচোখা চশমা বা মনোকল-এর উপমা দিয়ে এর ইংরাজী নাম মনোকল্ড কোবরা। গোখরা উত্তেজিত হলে ওদের ঘাড়ের লম্বা হাড় স্ফীত হয়ে ওঠে, তাতে চমৎকার ফণাটি বিস্তৃত হয়।
কিছু কিছু গোখরোর বিষ নিক্ষেপ করার ক্ষমতা রয়েছে (Spitting cobra)। গায়ের রং গমের মতো। সেই রঙ কখনো কখনো গাঢ় বা হালকা হয়।
এরা নিশাচর। মানুষের বসতবাড়ির আশেপাশে, চাষের জমি, বনাঞ্চল বা ধানক্ষেতের আশেপাশের ইদুরের গর্তে থাকতে ভালবাসে। এগুলোকে গাছের গুড়ির গর্ত বা যেখানে ইদুর রয়েছে এমন স্থানে পাওয়া যায়।
Your email address will not be published. Required fields are marked *