মানব সেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের দিন হিসেবে আজ ১২ই মে (মঙ্গলবার) সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। এই নার্স দিবসে সকল নার্স কর্মকর্তাদের শুভেচ্ছা জানাচ্ছি #knowledge4cast টিমের পক্ষ থেকে।
১৯৬৫ সাল থেকে নার্স দিবস পালিত হয়ে আসছে। Covid-19 করোনা ভাইরাস সারাবিশ্বে আতঙ্ক ছাড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত চব্বিশ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে। করোনা সংক্রমণে সংক্রমিত হচ্ছেন নার্সরাও। তবুও ভয়াবহ বিপদের মুখোমুখি হয়েও মুমূর্ষুর সেবায় তাঁরা অটল, নির্বিকার। নিজেদের সীমাহীন আত্মত্যাগে অসুস্থ্যকে সুস্থ্য করে তুলে তৃপ্ত তারা। সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীর মধ্যে আজ মঙ্গলবার পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। এই বছরই আন্তর্জাতিক নার্স দিবসে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ১৮২০ সালের এই দিনটিতে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। বিশ্বের নার্সদের শ্রদ্ধাজন আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ খ্যাত আধুনিক নার্সিং এর প্রবর্তক মহিয়সী সেবিকা ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি সম্মান জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস হিসাবে পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো : ‘নার্স ইজ আ ভয়েস টু লিড-নার্সিং ইজ দ্য ওয়ার্ল্ড টু হেল্থ’।
দেশের সমস্ত করোনা আক্রান্ত এবং সাধারণ মানুষ আজ নার্সদের শুভেচ্ছা জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নার্সদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
Today is #InternationalNursesDay. Nurses are playing an important role in our fight against the coronavirus. We salute all those nurses who are selflessly attending to the patients in this time of crisis, putting themselves and their own families at risk.
— Mamata Banerjee (@MamataOfficial) May 12, 2020
Your email address will not be published. Required fields are marked *