তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিশ্ববাসী আতঙ্কিত। সবার একটি সাধারণ ধারণা ছিল- তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রতিযোগিতা আর যার ফলে ভয়ানক মানবিক বিপর্যয় ঘটবে।
কিন্তু সত্যিকারের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু হলো অদৃশ্য, পরাক্রমশালী, দৈত্যরূপে আবির্ভূত করোনাভাইরাস (কোভিড -১৯) এর বিরুদ্ধে। করোনাভাইরাস যুদ্ধ ঘোষণা করলো মানব সভ্যতার বিরুদ্ধে, মানবজাতির বিরুদ্ধে, তছনছ করে দিচ্ছে বর্তমান সভ্যতা – যে যুদ্ধের শুরু হয় ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর এ চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। ধীরে ধীরে ছড়িয়ে পরে জাপান, সাউথ কোরিয়াসহ এশিয়ার প্রায় সবকটি দেশে, আর তারপরে কোনই সীমানা থাকলো না যেন, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ছাড়িয়ে আফ্রিকা মহাদেশ এনং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পৃথিবী নামক এই গ্রহের আনাচে কানাচে!
বিভিন্ন চলচ্চিত্রের মাধ্যমে এই যুদ্ধের কল্পিত একটা রূপ চিত্রায়িত হয়েছে।
এনিয়ে অনেক ব্যয়বহুল সায়েন্স ফিকশন চলচ্চিত্র তৈরি হয়েছে, হলিউডসহ পৃথিবীর বাঘা বাঘা অভিনেতা/অভিনেত্রী ঐসব ছবিতে অভিনয় করেছে । এদের মধ্যে রেসিডেন্ট এভিল,ওয়ার্ল্ড ওয়ার জেড,জম্বি পৃথিবী বিখ্যাত। যার সাদৃশ্য দেখা যায় হাজার হাজার বছরের পুরানো গ্রিক মিথোলজি, এরাবিয়ান মিথোলজি, এমন কি ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের অনেক পৌরাণিক কাহিনীতেও।
সেগুলোকে এতদিন আমরা মিথ হিসাবেই দেখে আসছি।
আর বর্তমান বিজ্ঞানের প্রসারে ঔষধ শিল্পের প্রভূত গবেষণায় বেশিরভাগ ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় লাভ করছি, আমরা যখন বর্তমান বিশ্বে অর্থনৈতিক যুদ্ধের কথাই শুধু ভাবছি, প্রায় ভুলতেই বসেছি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা- ঠিক তখনি শুরু হয়ে গেলো অদৃশ্য দানবের তাণ্ডবলীলা। এই মুহূর্তে পৃথিবীতে মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ ছাড়িয়েছে তারই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ 25 হাজার লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।
প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 16 লক্ষ মানুষ মারা যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 5 কোটি মানুষের মৃত্যু ঘটে তারপরেও পৃথিবী চলেছে তার নিজস্ব গতিতে মানুষ নতুন করে সাজিয়ে নিয়েছে গোটা পৃথিবী। সুতরাং যুদ্ধ মানেই মানবিক বিপর্যয় এবং সেখানে জয় পরাজয় থাকবেই। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল দেশে দেশে যুদ্ধ, শ্রেষ্ঠত্বের লড়াই, মনুষ্যসৃষ্ট যুদ্ধ। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে। এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা অনুমান করা যাচ্ছে না, তবে যত লম্বা সময় নিবে তত মানবিক বিপর্যয়ের মাত্রা আকাশচুম্বি হতে থাকবে।
পৃথিবীর 100 টির বেশি দেশ কোন ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য আপামর চেষ্টা করে চলেছে। মানুষ তার মেধা দিয়ে একদিন ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ জয় করবে। অবশ্যই মানুষের মেধার স্বাক্ষর হিসাবে করোনাভাইরাস এর ঔষধ বের হবে।
এখনো কেউ টের পাচ্ছে না, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেও কেউ টের পায়নি। — বিখ্যাত লেখক গ্লেন বেক
Your email address will not be published. Required fields are marked *