গত সোমবার রাতে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে 'হিংসাত্মক হাতাহাতি'-তে প্রাণ হারিয়েছেন তিন ভারতীয় জওয়ান। পরে রাতের দিকে জানানো হয়, প্রবল ঠান্ডায় মারা গিয়েছেন আরও ১৭ জন ভারতীয় জওয়ান। অন্যদিকে মার্কিন রিপোর্টে এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ৪৩ চীনা সেনার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে লাদাখ সীমান্তে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে লেগে যেতে পারে ইন্দোচীন যুদ্ধ, এশিয়ার সবচেয়ে শক্তিধর দুই দেশ যুদ্ধ লাগলে কি পরিস্থিতি হতে পারে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের তাবড় তাবড় দেশ। এখন দেখে নেয়া যাক যে শক্তিধর ১২ টি দেশ ভারতকে সরাসরি যুদ্ধে সাহায্য করবে-
১. ব্রিটেন: একসময় ব্রিটেন ভারত শাসন করেছিল। কিন্তু বর্তমানে ব্রিটেনের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো। ভারতের এক সময়ের শত্রুর সঙ্গে এখন সম্পর্কের রসায়নটা বদলে গিয়েছে। সে দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষজন আদতে ভারতীয়। এছাড়া ইংল্যান্ডের ডাক্তারদের একটা বড় অংশ ভারতীয়। সম্প্রতি ব্রিটেনে নতুন সরকার গঠন হওয়ার পর ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের উন্নতি হয়েছে। তাই ভারতের সাথে পাকিস্তান বা চীনের যুদ্ধ হলে ভারতকেই সাপোর্ট করবে ব্রিটেন একথা বলাই যায়।
২. আমেরিকা: আমেরিকার প্রয়োজন কর্মপটু বুদ্ধিদীপ্ত মানব সম্পদ, যারা সস্তায় কাজ করবে। সেই কারণেই ভারতকে পছন্দ আমেরিকার। পরিস্কার করে বলতে গেলে ভারতের বিশাল চাকরির বাজারকে ব্যবহার করছে আমেরিকা। এর ফলে দেশে আর্থিক সাহায্য হলেও উন্নত ব্রেন দেশের বাইরে চলে যাচ্ছে। আমেরিকা সকলসময়ই নিজের লাভ খুঁজেছে। তাই ভারতের সাথে কার যুদ্ধ হচ্ছে সেটার উপরেই ডিপেন্ড করছে আমেরিকা কাকে সাপোর্ট করবে।
৩. সিঙ্গাপোর: এই আয়তনে ছোট কিন্তু আর্থিক ভাবে বলশালী দেশ ভারতের সত্যিকারের বন্ধু। প্রযুক্তিগত ও অর্থনৈতিক ভাবে বারবার ভারতকে সাহায্য করেছে সিঙ্গাপোর।
৪. জাপান: জাপানের সঙ্গে ভারতের আজীবন ভালো সম্পর্ক রয়েছে। প্রযুক্তি থেকে শুরু করে অনেক কিছু ক্ষেত্রেই জাপান ভারতকে সাহায্য করেছে। মেট্রোরেল থেকে বুলেট ট্রেন, সব প্রযুক্তিই জাপান থেকেই ভারতে এসেছে। অন্যদিকে চিনের সঙ্গে আবার জাপানের সম্পর্ক ভালো নয়।
এই ইলেকট্রনিক গুরুর ভারতের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এ দেশে বহু জাপানি কোম্পানি কাজ করছে। ভারতের দিকে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জাপান।
৫. ইরান: ইরানের সঙ্গে ভারতের বহুদিন ধরেই বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, বরং সম্প্রতি তা আরও বৃদ্ধি পেয়েছে। আমেরিকার চোখ রাঙানি সত্ত্বেও ভারত ইরানের কাছ থেকে অপরিশোধিত তেল কেনার স্পর্ধা দেখিয়েছে। তাই ভারতের সাথে ইরানের সম্পর্ক খুবই ভালো। তাই কোনোরকম যুদ্ধ বাধলে ইরান যে ভারতকেই সাহায্য করবে সেটা সহজেই বোঝা যায়।
৬. ফিলিপাইন: ফিলিপাইন এর সাথে চীনের শত্রুতা কারওই অজানা নয়। অন্যদিকে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের অনেক উন্নতি হয়েছে ফিলিপাইনসের। তাই যুদ্ধ লাগলে দেশটি যে চিনের পাশে দাঁড়াবেই না, তা বলাই বাহুল্য। তাই ভারতের সাথে পাকিস্তান বা চীনের যুদ্ধ হলে ভারতকেই সাপোর্ট করবে ফিলিপাইন।
৭. ফ্রান্স: ফ্রান্স এবং ভারতের মধ্যে ডিল সাইন হয়েছিল একসময়। আর তখিন থেকেই এই দুই দেশের সম্পর্ক খুবই ভালো। তাই ভারতের সাথে পাকিস্তান বা চীনের যুদ্ধ হলে ফ্রান্স ভারতকেই সাপোর্ট করবে একথা বলাই যায়।
৮. ভিয়েতনাম: ভিয়েতনাম এবং ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনেক পুরানো। ভিয়েতনামের সেনাবাহিনী সম্প্রতি অনেক উন্নত হয়েছে আর ভারতের সঙ্গে সম্পর্কও যথেষ্ট ভালো, আর বর্তমান পরিস্থিতিতে যদি
ভারতের সাথে পাকিস্তান বা চীনের যুদ্ধ হলে ভারতকেই সাপোর্ট করবে ভিয়েতনাম।
৯. আফগানিস্তান: ভারত আর আফগানিস্তান এর সম্পর্কের কথা কারওই হয়তো অজানা নয়। আফগানিস্তানকে ভারত অনেকভাবেই সাহায্য করেছে প্রগতিশীল দেশ হয়ে উঠতে। ভারতের সঙ্গে আফগানিস্তান সম্পর্ক
বন্ধুত্বপূর্ণ। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান কিংবা চিনের সম্পর্ক খুবই খারাপ। তাই ভারতের সাথে পাকিস্তান বা চীনের যুদ্ধ হলে ভারতকেই সাপোর্ট করবে আফগানিস্তান একথা হলপ করেই বলা যায়।
১০. ইজরায়েল: ইজরায়েলের সাথে ভারতের সম্পর্ক ইজরায়েলের স্বাধীনতার সময় থেকেই। আর সম্প্রতি ইজরায়েলের রাষ্ট্র প্রধান একথা নিজেই বলেছেন তারা ভারতকেই সাপোর্ট করবে। ইসরাইলের সাথে ভারতের
সম্পর্ক যথেষ্ট মজবুত। এর আগেও ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় ইসরায়েল ভারতকে সহযোগিতা করেছিল। এমনকি ইসরাইলের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সাথে যুদ্ধ করার আগে আমাদের সাথে লড়তে হবে।
১১. অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া সাউথ চায়না সি বা ইয়োল সি নিয়ে বিবাদে বহুবারই বিভিন্ন দেশের সঙ্গে চায়নার বিরুদ্ধে গর্জে উঠেছে এবং ভারত মহাসাগরে চায়নার চীনের আধিপত্য বিস্তারে বাধা দিতে ভারতের সঙ্গে যৌথ সামরিক মহড়া দিয়েছে। তাই আশা করাই যায় ভারতের সাথে চায়না যুদ্ধ হলে অস্ট্রেলিয়া ভারতকে সাহায্য করবে।
১২. রাশিয়া: বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া ভারতের সাথে খুবই ভালো সম্পর্ক রেখে চলে। এর আগেও যুদ্ধের সময় তারা ভারতকে সাহায্য করেছে আর ভারতের সামরিক শক্তিকেও উন্নত করতে সাহায্য করেছে রাশিয়া। যেহেতু রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক খুবই ভালো তাই তারা যেকোনও প্রকারে যুদ্ধে ভারতকেই সাহায্য করতে এগিয়ে আসবে। কার্গিল যুদ্ধের সময় যখন আমেরিকা পাকিস্তানকে সাহায্য করে, তখন নানা ভাবে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রাশিয়া। যদিও আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে বেশ ভালো, তবু রাশিয়াই এখনও পর্যন্ত আমাদের সবচেয়ে ভালো বন্ধু। রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক এতটাই ভালো যে, কখনো যুদ্ধ হলে রাশিয়াই সর্বপ্রথম ভারতকে সাহায্য করবে।
Your email address will not be published. Required fields are marked *