ভারত সরকার আগেই ঘোষণা করেছিল যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের, এবার তাতেই শীলমোহর দিল মৌসম ভবন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আবহাওয়ার পূর্বাভাস (Weather Bulletin) দিতে শুরু করল ভারতীয় মৌসম ভবন। আইএমডি বা ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট, তাদের বুলেটিনে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট, বালটিস্তান ও মুজফফরাবাদের আবহাওয়ার পূর্বাভাস ৫ মে, মঙ্গলবার থেকেই প্রকাশ করতে শুরু করেছে। সাউথ ব্লক স্পষ্ট জানিয়েছে, গোটা জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং গিলগিট-বালতিস্তান ওতপ্রোতভাবে ভারতের অংশ।
দিন কয়েক আগেই বালটিস্তান, গিলগিটেও পাকিস্তান নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়ে দিয়েছিল পাক সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে কড়া বিবৃতি দিয়ে উষ্মা প্রকাশ করে ভারত। তার কয়েক দিন পরেই এই আবহাওয়ার পূর্বাভাসের সিদ্ধান্ত নেওয়া হল।
ওয়াকিবহাল মহল মনে করছে যে, এবার ভারতের এই বেনজির পদক্ষেপ পাকিস্তানকে যোগ্য জবাব ও পালটা চ্যালেঞ্জ ছুঁড়ল ভারত। এখনো পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে এর পাল্টা বিবৃতি পাওয়া যায়নি।
বিদেশমন্ত্রক জানিয়েছে, “কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখ এবং গিলগিট-বালটিস্তান সম্পূর্ণ ভারতের অংশ”।
Your email address will not be published. Required fields are marked *
Jay Hind