সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আজ দুনিয়া আমাদের হাতের মুঠোয় এবং দুনিয়ার সমস্ত খবরও। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সঠিক খবরের পরিবর্তে গুজব টাই বেশি করে রং চড়িয়ে পরিবেশিত হয়।
কেউ বলছেন ভ্যাকসিন তৈরি, কেউ বলছেন সেপ্টেম্বর এই বাজারে আসছে ভ্যাকসিন,কোথাও গোমূত্র খেয়ে সারছে করোনা, কোথাও বা বাবাজির ওষুধ করছে মন্ত্রের মতো কাজ।
যাইহোক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ সঠিক খবরটি হলো, আজি প্রকাশিত হয়েছে USA র প্রথম কোরোনা ভ্যাকসিন এর phase-l এর ক্লিনিকাল ট্রায়াল এর রেজাল্ট, যেটি কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করবে। এই স্পাইক প্রোটিন নির্ভর mRNA ভ্যাকসিন টি মোট ৩ টি মাত্রায় ৪৫ জনের ওপর প্রয়োগ করা হয়েছিল। ২৫ মাইক্রোগ্রাম,১০০ মাইক্রোগ্রাম এবং ২৫০ মাইক্রোগ্রাম ভ্যাকসিন ইন্টারমাস্কুলারলি প্রয়োগ করার ঠিক ২৮ দিনের মাথায় তাদের শরীরে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়।
এর ফলে মানব দেহে প্রচুর পরিমানে উত্পন্ন এন্টিবডি, COVID-19 থেকে সেরে ওঠা রুগী দের এন্টিবডির সমতুল্য। এবং এই এন্টিবডি SARS COVID-2 কে ধ্বংস করতে পুরোপুরি সক্ষম।
তার চাইতেও বড় খুশির খবর হল, Phase-2 এর কাজ শুরু হয়ে গেছে Phase-3 এর কাজ জুলাই তে শুরু হবে। বিজ্ঞানীদের আশা সব কিছু এইভাবেই ঠিকঠাক চললে ২০২১ এর শুরুতেই সর্বসাধারণের জন্য ব্যবহার করা হবে এই ভ্যাকসিন।
Your email address will not be published. Required fields are marked *