মোবাইলের মতো বিদ্যুতেও প্রি-পেড কার্ড চালু করবে রাজ্য। এমনই ইঙ্গিত মিলল বিদুৎ দপ্তর থেকে। মাসের শুরুতে অথবা নির্দিষ্ট সময়ে ব্যাংকে বিদ্যুৎ বাবদ অগ্রিম টাকা জমা দিলে তবেই জ্বলবে আলো। ঘুরবে ফ্যান। বৈদ্যুতিক বিল নিয়ে আমাদের অনেক সমস্যা হয়ে থাকে। অনেকের অভিযোগ থাকে বেশি বিল চলে এসেছে।অনেকেই প্রচুর ইলেকট্রিক পুড়িয়ে মাসের শেষে যখন বিল হাতে পায় তখন মাথায় হাত দেয়। তবে মোদি সরকার এই সমস্যার সমাধান করতে চলেছেন। আমরা যেমন মোবাইল ফোনে প্রিপেইড বিল ব্যবহার করি তেমনি বৈদ্যুতিক বিল এবার প্রিপেড হতে চলেছে। আগেই বিদ্যুতের বিলের টাকা দিতে হবে। কিন্তু সেটা কখনোই বেশি নেওয়া হবে না।
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে এই খবর জানানণ হয়েছে। সেই নির্দেশিকা অনুসারে আগামী বছরের এপ্রিল মাসের প্রথম দিন থেকে দেশে প্রিপেড মিটার চালু হয়ে যাবে।
এই ব্যবস্থা চালু করার জন্য প্রতিটি গ্রাহককে পৃথক যন্ত্র বসাতে হবে। সেই মিটারের সাহায্যের বিদ্যুতের ব্যবহার সম্পর্কে জানতে পারবে গ্রাহক। নিজেদের বিদ্যুতের খরচ এবং ব্যবহার সম্পর্কেও অবগত থাকতে পারবে সকলে। একই সঙ্গে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থাও বিদ্যুতের ব্যবহার সম্পর্কে সচেতন হতে পারবে। এর ফলে গ্রাহকদের আর ওই সমস্যায় পড়তে হবে না। তাই এই প্রিপেইড মিটারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’এই নতুন মিটারে গ্রাহক যেরকম চাইবেন সেরকম ভাবেই বিল দিতে পারবেন । প্রতি মাসে বিল দেওয়ার বাধ্যবাধকতা আর থাকছে না । অর্থাৎ এক্ষেত্রে বিল দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা গ্রাহকদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে ।
Your email address will not be published. Required fields are marked *